Saturday, July 14, 2018

আপনার এন্ড্রয়েড ডিভাইস এনক্রিপ্ট দ্বারা সুরক্ষিত করুন

এন্ড্রয়েড ডিভাইস গুলি ছোট আকৃতির একটি ডিভাইস যাকিনা আপনার পকেটে অনায়াসে রাখতে পারেন এবং যা আপনার ব্যাক্তিগত বা প্রফেশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা সমৃদ্ধ থাকে। যেমন- ইমেইল, এসএমএস বার্তা, কন্টাক্ট নাম্বারস, ক্রেডিট কার্ড নম্বর, ফাইল, ফটো, ইত্যাদি। তাই নিশ্চয় আপনি কখনো আশাকরবেন না আপনার ডিভাইসটি কোন ভুল ব্যাক্তির হাতে পড়ুক। যা দুর্ঘটনা জনিত কারনে বা হারিয়ে যাওয়ার ফলেও হতে পারে।
এই সকল অপ্রীতিকর ঘটনা কেউই আশাকরেনা। এই জন্যেই আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসটি প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণে লক করে রাখতে পারেন।
তাই আজ এই বিষয় গুলি নিয়ে আলোচনা করব- এনক্রিপশন কি, কিভাবে এটি কাজ করে, আপনি কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসটি এনক্রিপ্ট করতে পারেন ইত্যাদি।

What Is Encryption (এনক্রিপশন কি)?
এনক্রিপশন হল একটি scrambling প্রক্রিয়া যার দ্বারা তথ্য গুলিকে অবোধগম্য করে তোলা হয় সবার কাছে, এটি শুধু মাত্র তাদের কাছে বোধগম্য থাকে যারা unscramble প্রক্রিয়াটি জানেন। আর তথ্য গুলিকে পাঠযোগ্য বা স্বীকৃত ফরমের ফিরিয়ে আনার একমাত্র উপায় একটি কী ব্যবহার করে এটিকে ডিক্রিপ্ট করা।

Saturday, June 16, 2018

Check How Many SIM Registered Under Your/Any National ID (NID) Grameenphone Banglalink Robi airtel Teletalk Citycell

Important Info

Maximum/Total 15 SIM(s) of Any Operator can be registered under 1 NID
দেখুন কতটি সিম আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে (বাংলালিঙ্ক, গ্রামীনফোন, রবি, এয়ারটেল, টেলিটক)
দেখুন কতটি সিম আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে

Extra SIM(s) Will be disable After 28 February,2018
To Avoid this,
Go to customer care and disable extra sim
or Transfer the ownership to other family members if needed.

Check Total SIM(s) with all numbers
Type Last 4 Digit of NID and send to 16001
or Dial *16001# then reply with Last 4 Digit of NID

Sunday, April 2, 2017

গ্যালাক্সি এস৮ ফোন এর ফেসিয়াল রিকগনিশন ফিচারে ত্রুটি

দক্ষিণ কোরিয়ার এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং গত ২৯ মার্চ তাদের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস উন্মুক্ত করেছে। আর উন্মুক্তের পর পরই ফেসবুক, ইউটিউবে এ নিয়ে তৈরী হয়েছে বিভিন্নরকম আলোচনা । ইউটিউবে আইডিভাইসহেল্প নামে একটি চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে, ফোনের ফেসিয়াল রিকগনিশন ফিচারটির ফোন ব্যবহারকারীদের ফটো দিয়ে বোকা বানানো সম্ভব।
samsung galaxy s8 galaxy s8 samsung security facial recognition can be bypassed

ভিডিওতে দেখা গেছে, ব্যবহারকারী শুধুমাত্র আরেকটি স্মার্টফোন নিয়ে ব্যবহারকারী নিজের একটি ছবি এস৮ ফোনের সামনে ধরেছে । আর এতেই ডিভাইসটিকে বোকা বনে যায়। অন্য ফোনে ব্যবহারকারীর ছবি দেখে ফোনটি আনলক হয়ে যায়। প্রতিষ্ঠানটি নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়ে ফেসিয়াল রিকগনিশনের সাথে আইরিশ স্ক্যানার ও যুক্ত করেছে এই ডিভাইসে। তবে ভিডিওটি প্রতিষ্ঠানটিকে ভুল প্রমাণিত করতে পারে।

স্যামসাং নোট ৭ বিস্ফোরণের ঘটনার পর আরও উন্নত নিরাপদ অভিজ্ঞতা নিয়ে এস৮ ফোনটি উন্মুক্ত করেছে। আর বাকিটা আগামী ২১ এপ্রিল গ্রাহকের হাতে পৌঁছানোর পর বোঝা যাবে।

Saturday, July 30, 2016

কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে ফেসবুকে লাইভ ব্রডকাস্ট করবেন ?



Facebook Live Button

Use Facebook Live on your profile, page and group:



Want to use Facebook Live from your Computer?

…On your Facebook Profile, Page or Group?

…For Free? On your Mac or PC?

However, even if you don’t have access to Facebook Live on your phone, you are now able to use Facebook Live on your profile, pages or groups and you can do this from my computer.
You can use multiple cameras, videos and images all with slick transitions.
Cool eh? Want to know how? Watch my walk-through video and read on…!




#1 Download OBS Studio

OBS Studio is a free alternative to the Live Webcasting software Wirecast. It does pretty much the same thing, although it’s perhaps a little more fiddly to use. But it is free and available for Windows, Mac and Linux!
Facebook Live with Wirecast

UPDATE: I’ve published a guide on how to use Wirecast to broadcast to Facebook Live to your profile, pages and group. Click here to view.






OBS Studio can use many different sources for your live stream including:

  • Multiple webcams
  • DSLR cameras
  • Image and Videos on your computer
  • Your phone’s camera (via an IP Camera app)
  • Your display
  • A Window on your computer

It supports multiple displays at the same time (including picture-in-picture) and you can easily set up keyboard shortcuts with slick scene transitions.
OBS Studio allows you to stream to a plethora of services including Facebook Live and YouTube.



So, head on down to the Open Broadcaster Software website and Download OBS Studio

IMPORTANT! Please download OBS Studio on the right (for Windows, Mac or Linux) and not the old OBS Classic (Windows Only). OBS Studio has built in support for Facebook Live while the classic version does not.


#2 Get your Stream Key

In order to start streaming to Facebook Live, you need a Stream Key and the ability to publish a live video via Facebook.
First of all, do you want to go live from your Facebook page or your profile?
There is a different method for each…
Go Live with your Page…

The easiest way to go live on your Facebook Page via your computer is to use the button at the top of this page.
However, the traditional way to go live from your page is to use the “Publishing Tools” on your page.
Log on to your Facebook page and click on Publishing Tools in the top menu:



Then click on Videos on the left menu:


Then click on the +Live button on the top right:




Then click preview and fill in your update text and video information:

d
You can’t go live yet, since you’ll need to enter the stream key into OBS and start your stream so that Facebook can receive it.
Once Facebook receives your stream it will no longer display “OFFLINE” and will start to display your stream preview. Now skip to #3

Go Live with your Profile on your timeline or Group:


If you want to go live via your Facebook profile and share to your own timeline, a friend’s timeline or a group you’ll need to do things a little differently.
Facebook doesn’t give you Publishing Options for profiles. They do, however, provide developers the Live Video API.
That’s fine for developers, but not very helpful for everyone else!
So, I’ve made it easier for you all by creating a button that connects to Facebook Live using the official Live Video API. All you need to do is click the button above!
So what are you waiting for?
Firstly, Click on the “Broadcast on Facebook Live” button above (at the top of this article).

Then, choose whether you want to go live on your profile or group and click next:



A pop-up window should appear. If it does not, you’ll need to check your pop-up settings to allow pop-ups.
In the pop-up, enter your update text and video information:


You can’t go live yet since you’ll need to enter the stream key into OBS and start your stream so that Facebook can receive it.
Once Facebook receives your stream it will no longer display “OFFLINE” and display your stream preview.

#3 Start Streaming

Click settings in OBS Studio and then click stream in the left menu.
Select “Streaming Services” as the Stream Type and “Facebook Live” as the service.
Paste the stream key you obtained from the previous step into the “Stream Key” box:

f
You shouldn’t need to enter the server URL because OBS uses the standard URL.
Click Apply and OK.
Make sure you have selected a video source (such as your webcam) and that you can see this in the preview section.


Then click the “Start Streaming” button:


Go back to the Facebook Live pop-up window in your browser.
After a few seconds, it should display "Fetching Video Stream"



And then after a few more seconds, display your stream in all its glory:

b
Please note, there will be a few seconds delay in the stream. This is normal.

IMPORTANT! If you are testing, it is a good idea to select “Only Me” for the “Who should see this?” option.

That way no one else will see the live video while you are testing. You could then view your live video on a secondary device such as your smartphone:



If you are happy to go live click the “Go Live” button in the browser window:





c
The pop-up window will then close. Don’t worry, you have gone live! Check your feed and you should see your live video has appeared.
That’s it. Enjoy!
Facebook Live Demonstration
Here is a Facebook Live video I created earlier which goes through the set up above

Thursday, July 21, 2016

নকিয়া অ্যানড্রয়েড ফোনের তথ্য ফাঁস - আসছে ২ কে স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮২০ ও পানিরোধী সনদ নিয়ে

Nokia’s next Android flagship smartphones could be powered by Snapdragon 820 and will be waterproof
দু’টি নকিয়া অ্যানড্রয়েড ফোনের তথ্য ফাঁস - আসছে ২ কে স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮২০ ও পানিরোধী সনদ নিয়ে
সর্বশেষ ফাঁস হওয়া ছবি বলছে যে, নতুন যে ২টি নকিয়া-ব্যান্ডের ডিভাইস তৈরি হচ্ছে তার আকার হবে ৫.২ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি। দু’টি ফোনেই থাকবে ধাতব বডি ও তার সাথে মানানসই নকশা। সেখানের প্রতিবেদনে বলা হচ্ছে, ‘নকিয়া অনুভব করছে’ যে সবাই তাদের ফোনের জন্যে উদগ্রীব হয়ে আছে। যাহোক, দু’টি ফোনেই শক্তি যোগাবে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট ও সেগুলি হবে আইপি৬৮ সনদ প্রাপ্ত অর্থাৎ ফোন দুটি হবে গ্যালাক্সি এস৭, এস৭ অ্যাকটিভ ও এস ৭ এজ এর মতো ধূলা ও পানিরোধী। এগুলিকে ৩০ মিনিট ধরে ৩ ফিট পানির নিচে রেখে দিলেও ফোনের কোন ক্ষতি হবে না।

ফোন দুটির আকার যে ৫.২ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি হবে সে সম্পর্কে দুটি ভিন্ন উৎস হতে নিশ্চিত হওয়া গেছে। এই দুটি উৎস হলো নকিয়া পাওয়া ইউজার (এনপিইউ) এবং গিজমোচায়না। অবশ্য শেষের উৎসটি আরো বলেছে যে, দুটি ফোনের স্ক্রিনই হবে ২ কে রেজ্যুলুশনযুক্ত। প্রথম সূত্র বলছে, ‘যদিও ডিসপ্লে রেজ্যুলুশন কতো হবে সে বিষয়ে আমরা নিশ্চিত হইনি তারপরেও আশা করি যে, উভয় ফোনে একটি কিউএইচডি রেজ্যুলুশন য্ক্তু ওএলইডি ডিসপ্লে থাকবে।

ক্যামেরার বিষয় বলতে গেলে বড় ফোনটিতে থাকবে ২২.৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এনপিইউ দাবী করে যে, দুটি ফোনের ক্যামেরাতে লাগানো সেন্সর ‘সবচেয়ে স্পর্শকাতর হবে এবং তাতে নকিয়ার ক্রমাগত গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা সেন্সর লাগানো হবে।’

গিজমোচায়না’র তথ্য অনুসারে দু’টো নকিয়া হ্যান্ডসেটই চীনে অবমুক্ত করা হবে। বড় ফোনটি সেখানে বিক্রি করা হবে ৫০০ ডলার মূল্যে। আশা করা হচ্ছে যে, নকিয়ার দুটো স্মার্টফোনই ২০১৬ এর শেষ ভাবে অবমুক্ত করা হবে, অবশ্য অবমুক্তির সময় ২০১৭ তে গিয়েও পড়তে পারে।

Monday, June 6, 2016

অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণে দূর থেকেই অচল করে দেয়া যাবে চুরি হয়ে যাওয়া আপনার ফোন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এক ফিচার যোগ করা হয়েছে । আর তা হচ্ছে যখন্ন আপনার পছন্দের অ্যান্ডয়েড ফোনটি হারিয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে তখন আপনি দূর থেকেই বুট সিস্টেম এর মাধ্যমে আপনার ফোনটিকে ডিজেবল করতে পারবেন ।
চুরি হয়ে যাওয়া ফোনটিকে অচল করে দিন এক নিমিষেই

ইন্টারনেটেরে মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবেন এবং ডিভাইজটি ব্রিক করে দিতে পারবেন । গুগল রিকভারি মোড ডিভাইস ব্রিকের অ্যাক্সেস দিয়ে থাকে । ফিচারে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার হতে নিরাপদে সব পার্টিশনগুলো মুছে ফেলা যাবে। তবে এক্ষেত্রে ওইএম ম্যানুফেকচার দরকার হবে। ওইএম দিয়ে অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয় যাতে করে পার্টিশনে এক্সেস করা যায়।

আরো দেখুনঃ নিয়ে নিন আপনার Android এর জন্য Computer App এবং আপনার ফোনে Computer চালানোর মজা নিন। [Don’t Miss]

এই ফিচারে দূর থেকে সব পার্টিশন মুছে ফেললে ডিভাইসটি পুনরায় বুট করতে অস্বীকার জানাবে।

আর নতুন এই ফিচার ব্যবহারকারিকে তাদের নিজের ডিভাইসকে অকার্যকর করার ক্ষমতা দেয়। গুগল জানিয়েছে, নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ 'এন' এ থাকবে।

প্রসঙ্গত ফোনটি ফেরত পেলে ব্যবহারকারি কি পুনরায় ডিভাইসটি কার্যকর করার কোন পদ্ধতি পাবে কিনা সে বিষয়ে গুগল পরিষ্কার করে কিছু জানায়নি। তবে, বর্তমানে  ব্যবহারকারীদের জানা উচিত যে এই শেষ উপায় অবলম্বন করলে ডিভাইস অপুনরুদ্ধারযোগ্য। 

Sunday, June 5, 2016

নিয়ে নিন আপনার Android এর জন্য Computer App এবং আপনার ফোনে Computer চালানোর মজা নিন। [Don’t Miss]

প্রথমে নিচের থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন ।

App Name: Computer
Size:7.3 MB
Verson:1.3b.70



আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন কম্পিউটার


নাম শুনেই মনে হয় ৫০% বুঝে গেছেন।বাকি ৫০% আমি বলে দিচ্ছি।

এই অ্যাপ দিয়ে আপনি আপনার Android ফোনকে Computer এর মত করে চালাতে পারবেন।


আগেই বলে দিচ্ছি এটা কোনো Launcher না।এ অ্যাপটি ওপেন করার পর আপনি সবকিছু দেখতে পাবেন।

আপনি এখান থেকে Computer এর মত ভিডিও অডিও গান Play করতে পারবেন।

অ্যাপে গিয়েই আপনি আপনার Phone Storage SD কাড কত খানি ঘিরে আছে কতখানি ফকা আছে তা দেখতে পাবেন Computer এর মত করে।

নিচে Installed App এ গেলে দেখতে পাবেন আপনার Install কৃত অ্যাপগুলো।

এছারা Language Change করতে পারবেন Color Change করতে পারবেন।নিচে Screenshoot গুলো দেখুন।

Wednesday, June 1, 2016

১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি আইপিএস এলইডি ২কে রেজ্যুলেশনের স্ক্রিন।
Sirin Labs New Smarphone Solarin world most expensive android smarphone

ইসরায়েল স্টার্টআপ সিরিন ল্যাবস উন্মোচন করল বিশ্বের সবচেয়ে দামী অ্যান্ড্রয়েড স্মার্টফোন। স্মার্টআপটি অবশেষে অফিশিয়ালি ১৭০০০ মার্কিন ডলার মূ্ল্যের হাই-ইন্ড অ্যান্ড্রয়েড স্মার্টফোন জনসম্মুখে উন্মোচন করল। স্মার্টফোনটি চিপ-টু-চিপ ২৫৬-বিট এনক্রিপশনের সক্ষমতা রাখে বলে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এরকম স্মার্টফোন সেনাবাহিনীরা যোগাযোগ রক্ষার্থে ব্যবহার করে থাকেন।


‘রোলস রয়েস অব স্মার্টফোনস’ উপাধিতে ভূষিত সোলারিন নামের ডিভাইসটি পিছনে থাকা নিরাপত্তা সুইচের মাধ্যমে সক্রিয় হয়। সংবাদমাধ্যম ভেঞ্চারবিটের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটি মঙ্গলবার লন্ডনে উন্মোচিত হয়।

১৭০০০ মার্কিন ডলার মুল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন

সোলারিনে বিশ্বের শ্রেষ্ঠ অ্যাডভান্সড প্রাইভেসি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। কমিউনিকেশন সিকিউরিটি ফার্ম কুলস্পানের সাথে একযোগে কাজের মাধ্যমে এ ধরণের একটি স্মার্টফোন তৈরি করতে সক্ষম হয়ছে সোলারিন। 

সতের হাজার মার্কিন ডলার মুল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সাথে মিলিটারি গ্রেড সিকিউরিটি

সিরিন ল্যাবস জানায়, ‘উচ্চতর প্রাইভেসি সেটিং, অন্যান্য ফোনের থেকে দ্রুত পরিচালনে সক্ষম, বিশ্বের সেরা উপকরণ দ্বারা তৈরি একটি সেরা অ্যাডভান্সড মোবাইল ডিভাইস তৈরি করতে চেয়েছিল প্রতিষ্ঠানটি।’ ধনাঢ্য এবং জনপ্রিয় ব্যক্তিদের জন্য ১ জুন থেকে লন্ডনে এবং ৩০ জুন থেকে নাইটসব্রিজের সিরিন ল্যাবসের রিটেইল স্টোরে ফোনগুলো বিক্রি শুরু হবে। তবে বিলাসবহুল ফোন তৈরি এটাই প্রথম নয়। ২০০৬ সালে নোকিয়া ৩১০,০০০ মার্কিন ডলার মূল্যের ‘সিগনেচার কোবরা’ এবং ২০১১ সালে ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ‘কনস্টেলাশন’ বাজারে ছেড়েছিল।

সূত্র: সিএনএন





Tuesday, May 24, 2016

অ্যান্ড্রয়েড ফোন না থাকা সত্ত্বেও পুরোপুরি অ্যান্ড্রোয়েডের মজা নিতে পারবেন আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে

পুরোপুরিভাবে অ্যান্ড্রয়েড চালানোর মজা পেতে চান ? তাও আবার ডেস্কটপ কিংবা ল্যাপটপে ? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম "অ্যান্ড্রয়েড" এখন দিব্যি পোর্টেবল ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে চলবে আপনার পিসিতে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ করে গড়া ৩২ বিটের এই অপারেটিং সিস্টেমটির নাম দেওয়া হয়েছে রিমিক্স ওএস। পোর্টেবল এই অপারেটিং সিস্টেমটির নির্মাতা জাইড। অ্যান্ড্রয়েড ললিপপকে (ভার্সন- ৫.০) ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমটি চাইলেই পেনড্রাইভে ইন্সটল করে পকেটে নিয়ে যে কোন ডেক্সটপ/ল্যাপটপ কম্পিউটার এ কাজ করতে পারবে নিমিষেই।

আরো দেখুনঃ ক্যাপস লক বিড়ম্বনার সমাধান ।

রিমিক্স ওএস এর দ্বারা অ্যান্ড্রোয়েডের মজা নিন আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে
রিমিক্স ওএস
রিমিক্স ওএস চালাতে গেলে একটি সম্পূর্ণ পিসির যে মানের হার্ডওয়্যারগুলো অবশ্যই থাকতে হবে

  • ইউএসবি ৩.০ সংযুক্ত পিসি
  • ৬৪ বিট প্রসেসসর
  • এফএটি ৩২ বিট (FAT32) ফাইল সিস্টেমের ইউএসবি ৩.০ যাতে অবশ্যই প্রতি সেকেন্ডে নুন্যতম ২০ মেগাবাইট ডেটা রাইট করা যায় এবং সর্বনিন্ম ধারণক্ষমতা  ৮ গিগাবাইট।


রিমিক্স ওএস এর বর্তমান কোন সংস্করণে গুগল প্লে স্টোর প্রি-লোড করা থাকছেনা। জেডের ওয়েবপেজের তথ্যমতে গুগলের অনুমতি পেলে সাথে সাথেই তাদের পরবর্তী সংস্করণগুলোতে গুগল প্লে স্টোর প্রি-লোড করে বাজারে ছাড়বে। অপারেটিং সিস্টেমটি বর্তমানে সম্পূর্ণ বিনামুল্যে পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে।

Monday, May 23, 2016

অ্যাপেলের আসন্ন আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস উভয়েই থাকবে ওআইএস এবং এলজি বা সনি’র ক্যামেরা ?

আইফোনে ওআইএস এবং এলজি বা সনি’র ক্যামেরা
অ্যাপেলের আসন্ন আইফোনে ওআইএস এবং এলজি বা সনি’র ক্যামেরা

অ্যাপেলের আসন্ন আইফোন সব সময়ই আলোচনার শীর্ষে থাকে। সে কারণেই এরই মধ্যে আমরা অ্যাপেলের পরবর্তী আইফোন সম্পর্কে অনেক ধরণের তথ্য জানতে পেরেছি। অবশ্য সে সব তথ্যের সবটুকুই আমরা পেয়েছি গুজব থেকে। আগামীতে অ্যাপেল আমাদের দিচ্ছে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস । আইফোন ৭ প্লাসকে আইফোন ৭ প্রো নামেও ডাকা হতে পারে। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে তা থেকে আশা করা যায় ফোন দুটি দেখতে আইফোন ৬ এর চেয়ে খুব বেশি ভিন্ন কিছু না হলেও হার্ডওয়্যার, সফটওয়্যার ও ক্যামেরার গুনগত দিক থেকে সেগুলি আগের ফোন দুটির চেয়ে অনেক বেশি উন্নততর হবে।

--> এতোদিন পর্যন্ত শোনা বেশির ভাগ গুজব বলছে, আইফোন ৭ প্লাসে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত (ওআইএস)ডুয়াল ক্যামেরা। অন্য দিকে আইফোন ৭ এর ক্যামেরাতে ওআইএস থাকবে না। কিন্তু নম্যুরা সিকিউসিরিটিজ এর বিশ্লেষক ক্রিস চ্যাং আশা করছেন অ্যাপেলের আসন্ন দুটি ফোনেই থাকবে ওআইএস যুক্ত ক্যামেরা। 

আরো দেখুনঃ ২০১৭ সালে আসছে গুগলের পরিবর্তনযোগ্য হার্ডওয়্যারের স্মার্টফোন ।

বর্তমানে অ্যাপেলের শুধুমাত্র আইফোন ৬ প্লাস ও আইফোন ৬ এস প্লাসে ওআইএসযুক্ত ক্যামেরা দেয়া আছে। সে কারণে আইফোন ৭ ই হতে পারে অ্যাপেলের ৪.৭ ইঞ্চি আকারের ফোন যাতে প্রথমবারের মতো ওআইএস ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ফলে এই সেটগুলি অল্প আলোতে উচ্চ মান সম্পন্ন ছবি তুলতে ও ভিওিড ধারণে সক্ষম হবে। 

নম্যুরা সিকিউরিটিজ আরো জানিয়েছে যে, এতোদিন অ্যাপেলের একমাত্র সনি’র সাথে আইফোন ৭ এর জন্যে ক্যামেরা মডিউল সরবরাহের বিষয়ে প্রাথমিক চুক্তি ছিল। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সনি’র পক্ষে এতো বেশি যন্ত্রাংশ সরবারাহ করা হয়তো সম্ভব হবে না। সে কারণে অ্যাপেল তাদের পরবর্তী ফোন দুটির জন্যে এলজি ইনোটেকের কাছ থেকেও ক্যামেরা নিতে পারে । আশা করা যায় এ রকম একটি সিদ্ধান্তে আইফোনের গ্রাহকেরা ভালো ক্যামেরা যুক্ত ফোন পাওয়া থেকে বঞ্চিত হবেন না। 

যাহোক, বিগত বছরগুলির মতো এবারও অ্যাপেল আগামী সেপ্টেম্বরে তাদের আসন্ন আইফোনের ঘোষণা দেবে বলে অভিজ্ঞজনেরা মনে করছেন।

দারুন অফার, গ্রামীনফোনে ১১ টাকায় নিন 1GB 3G Data ।

GrameenPhone এ 10.75 টাকায় নিন 1GB 3G Data।

Internet ব্যবহার করেন না এমন সিমে 10.75 টাকায় নিন 1GB 3G Data. offer টি আপনি পাবেন কিনা জানতে DT space নাম্বার লিখে 9999 এ পাঠান।

আরো দেখুনঃ গ্রামীনফোনের যে কোন সিমে ২০ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার

তাছাড়া কাউকে check করে দিলে আপনিও পাবেন 25MB free.

Offer টি নিতে eligible number থেকে FD লিখে 9999 এ পাঠান।

আর 25mb পেতে NU space Checker number লিখে 9999 এ পাঠান।10 বার পাওয়া যাবে।

MB check *566*10#

Sunday, May 22, 2016

ক্যাপস লক বিড়ম্বনার সমাধান ।

আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা টাইপ করার সময় ক্যাপস লক বিরক্তিতে নিশ্চয়ই একবার হলেও পড়েছেন? হ্যাঁ, এই সমস্যাটি বেশি হয় পাসওয়ার্ড  ক্ষেত্রে। যাই হোক, এই ক্যাপস লক সমস্যার সমাধান কিন্তু উইন্ডোজের মধ্যেই দেয়া আছে যা শুধুমাত্র আমাদের ইনাবল করে নিতে হবে। আজকের টিউটোরিয়ালটিতে আমরা ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়-ই জানতে চেষ্টা করব।

আরো দেখুনঃআপনার ফোনের স্ক্র্যাচ দূর করুন

ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়

আজকের এই টিউটোরিয়ালটির ফলে এরপর যখনই আমরা ভুলক্রমে বা ইচ্ছাকৃত ভাবেও ক্যাপস লক বাটনটি অন করব তখনই একটা বিপ শুনতে পাবো যার মাধ্যমে দরকার না হলে আমরা তখনই সেটা বন্ধ করে দিতে পারব এবং ফলে ক্যাপস লক বিড়ম্বনায় অন্তত আর আমাদের পড়তে হবেনা বলেই আমার বিশ্বাস। চলুন, তাহলে দেখে নেয়া যাক কীভাবে এই টগলটি ইনাবল করতে হবে।


উইন্ডোজ ১০ এর জন্য 

Start>Settings থেকে Settings মেনু খুলুন।
Ease of Access সিলেক্ট করুন। 
Keyboard অপশনটি সিলেক্ট করুন। 
Toggle Keys এর নিচে থাকা বাটনটি ইনাবল করে দিন। 
 
 
বুঝতে সমস্যা হলে উপরের ভিডিওটি দেখে নিতে পারেন। 


উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য 

Windows Key + C চেপে ধরে চার্মস বার ওপেন করুন এবং সেখান থেকে Settings এ যান। 
Change PC Settings সিলেক্ট করুন। 
Ease of Access সিলেক্ট করুন। 
Keyboard অপশনটি সিলেক্ট করুন। 
Toggle Keys অপশনটি ইনাবল করে দিন।  
 


বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। 

১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।...

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top