Sunday, June 21, 2015

আপনার মোবাইল এ ফ্রি রিচার্জ করুন

10:17:00 PM

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল রিচার্জ করবেন। প্রথমত আমি নিজে ও বিশ্বাস করি নি। কিন্তু আজ যখন নিজের মোবাইল এ রিচার্জ করলাম এবং ক্লিক করা মাত্রই Balance Recharged হয়ে গেল, তখন সত্যিই অবাক হয়ে গেলাম।যাই হোক কাজের কথায় আসি।

তারপর যা যা করবেন,
১) আপনার নাম্বার দিয়ে Sign Up করেন।
২) app এ দেখেন কিছু অ্যাপআছে যে গুলা ডাউনলোড করলে আপনি টাকা পাবেন।
৩) ইচ্ছা মত অ্যাপ এ ক্লিক করেন।
৪) get the app এ ক্লিক করেন।
৫) ইউসি অথবা অপেরা select করেন।
৬) ডাউনলোড শেষ হলে সাথে সাথে Play store থেকে অ্যাপ টা অপেন করে ৩০সেকেন্ড অপেক্ষা করেন।
৭) এরপর account এ টাকা অ্যাড হয়ে যাবে।

৮) এছাড়া ও প্রতি রেফারেন্সে পাবেন ৭৫ টাকা।

৯) ৫০ টাকা হলে রিচার্জ করতে পারবেন।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top