Wednesday, July 22, 2015

Unfortunatrly play has stopped… এই সমস্যার সমাধান নিয়ে নিন

9:58:00 PM

প্রথমে নর্মাল স্টেপ, (এইটা মূলত Unroot ইউজারদের জন্য)
প্রথমে সেটিং এ যান তার পর অ্যাপ এ গিয়ে জিমেইল সিলেক্ট করে ডাটা ক্লিয়ার করেন তার পর Force Stop করেন।
এইভাবেই প্লে- স্টোর এর ডাটা ক্লিয়ার ও Force stop করেন। ব্যাস কাজ শেষ এইবার প্লে – স্টোর ওপেন করেন।
এতেও যদি কাজ না হয় তবে, (only root user)
নিচের থেকে রুট ব্রাউজার ডাউনলোড করে নিন
-->

এরপর ইন্সটল দিন। এরপরের কাজ গুলা খুবি সতর্কতা সহিত করবেন।
রুট ব্রাউজার ওপেন করুন। সুপার সু পারমিশন চাইলে Grant করুন।
system>etc>host নামের ফাইল টা ডিলিট করুন।
কাজ শেষ এইবার প্লে- স্টোর ব্যাবহার করতে পারবেন ।
কোন সমস্যা হলে জানাবেন ।

বিঃদ্রঃ host ছাড়া অন্য কোন ফাইল ডিলিট করবেন না। করলেও নিজ দায়িত্বে করবেন। যদি অন্য ফাইল ডিলিট করে কোন সমস্যা হয় তার জন্য এন্ড্রয়েড সমগ্র দায়ী থাকবে না।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top