প্রথমে নর্মাল স্টেপ, (এইটা মূলত Unroot ইউজারদের জন্য)
প্রথমে সেটিং এ যান তার পর অ্যাপ এ গিয়ে জিমেইল সিলেক্ট করে ডাটা ক্লিয়ার করেন তার পর Force Stop করেন।
এইভাবেই প্লে- স্টোর এর ডাটা ক্লিয়ার ও Force stop করেন। ব্যাস কাজ শেষ এইবার প্লে – স্টোর ওপেন করেন।
এতেও যদি কাজ না হয় তবে, (only root user)
নিচের থেকে রুট ব্রাউজার ডাউনলোড করে নিন
-->
প্রথমে সেটিং এ যান তার পর অ্যাপ এ গিয়ে জিমেইল সিলেক্ট করে ডাটা ক্লিয়ার করেন তার পর Force Stop করেন।
এইভাবেই প্লে- স্টোর এর ডাটা ক্লিয়ার ও Force stop করেন। ব্যাস কাজ শেষ এইবার প্লে – স্টোর ওপেন করেন।
এতেও যদি কাজ না হয় তবে, (only root user)
নিচের থেকে রুট ব্রাউজার ডাউনলোড করে নিন
এরপর ইন্সটল দিন। এরপরের কাজ গুলা খুবি সতর্কতা সহিত করবেন।
রুট ব্রাউজার ওপেন করুন। সুপার সু পারমিশন চাইলে Grant করুন।
system>etc>host নামের ফাইল টা ডিলিট করুন।
কাজ শেষ এইবার প্লে- স্টোর ব্যাবহার করতে পারবেন ।
কোন সমস্যা হলে জানাবেন ।
বিঃদ্রঃ host ছাড়া অন্য কোন ফাইল ডিলিট করবেন না। করলেও নিজ দায়িত্বে করবেন। যদি অন্য ফাইল ডিলিট করে কোন সমস্যা হয় তার জন্য এন্ড্রয়েড সমগ্র দায়ী থাকবে না।
0 comments:
Post a Comment