Thursday, August 20, 2015

উইন্ডোজের চিরচেনা চেহারা পালটে দিন স্কিন প্যাক দিয়ে।

2:17:00 AM

আপনি কি স্কিন প্যাক নামের সাথে নতুন ?? তাহলে আপনাকে বলছি এটি থিম এর মত। মোবাইলে থিম ব্যবহার করেছেন না, অনেকেটা সেরকম…

স্ক্রীন শর্টঃ

 SKIN PACK For WINDOWS
 ইনষ্টল করা খুব সহজ, অন্য সাধারন সফটওয়্যারের মতই ইনষ্টল করুন…
তাহলেই পালটে যাবে আপনার কম্পিউটার নতুন সাজে
কি কেমন দেখলেন?? অসাধারন না?? আমার এই থিম টি অনেক পছন্দের, আমি নিজে ব্যবহার করি
আর হ্যা যদি মনে করেন আপনার কম্পিউটারের আগের অবস্থায় ফিরে যাবেন তাহলে বলছি সেটিও খুব সহজ। কন্টোল প্যানেলে গিয়ে স্কিন প্যাক টি আনইনষ্টল করেদিন, ব্যাস সব আগের মত…
একবার ব্যবহার করেই দেখুন না পছন্দ হলেও হতে পারে… ট্রাই করে দেখতে ক্ষতি কি???

তাহলে ডাউনলোড করে নিন এই অসাধারন স্কিন প্যাকটিঃ

SkinPack_Unity.zip – 11.5 MB

কি কেমন দেখলেন?? অসাধারন না?? আমার এই থিম টি অনেক পছন্দের, আমি নিজে ব্যবহার করি
আর হ্যা যদি মনে করেন আপনার কম্পিউটারের আগের অবস্থায় ফিরে যাবেন তাহলে বলছি সেটিও খুব সহজ। কন্টোল প্যানেলে গিয়ে স্কিন প্যাক টি আনইনষ্টল করেদিন, ব্যাস সব আগের মত…
একবার ব্যবহার করেই দেখুন না পছন্দ হলেও হতে পারে… ট্রাই করে দেখতে ক্ষতি কি???

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top