আমরা সবাই যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই সাধারণত অটোরান এবং সর্টকাট ভাইরাস এর সাথে পরিচিত। আজ আপনাদের জন্য নিয়া আসলাম মজার এক সিস্টেম। সাদারনত আমরা এইসব দূর করার জন্য নানান রকম এন্টি ভাইরাস ব্যবহার করে থাকি। কিন্ত এন্টি ভাইরাস এই সব সমস্যা দূর করতে পারে না।
সফটওয়্যার টি ডাউনলোড করে নিন নিচ থেকে ।
ইনস্টল করার পর নিচের মত একটি পেজ আসবে।
আরো দেখুনঃ ডাউনলোড করে নিন পিসির জন্য "সিক্লিনার"
আবার আমরা অনেকেই এইসব সমস্যা সমাদান করার জন্য চোখ বন্ধ করে উইন্ডোস সেট আপ দেই. .এই ভাইরাস আপনের পেন ড্রাইভ এর সকল গুর্রতপুর্ণ ডাটা নষ্ট করে ফেলে। তাই আজ আপনাদের জন্য নিয়া আসলাম মাত্র ৩মেগা বাইট এর এক মজার এক সফটওয়্যার। সফটওয়্যার টি হলো usbfix . সম্পূর্ণ free এই সফটওয়্যার টি দিয়া অতি সহজে আপনি দূর করতে পারেন আপনের এই কঠিন সমস্যা।সফটওয়্যার টি ডাউনলোড করে নিন নিচ থেকে ।
ইনস্টল করার পর নিচের মত একটি পেজ আসবে।
এটি শুধুমাত্র USB তেই নয়, আপনের সকল অটোরান ও শর্ট কাট ভাইরাস ও দূর করবে।
ব্যবহার বিধি
আপনার কম্পিউটার এ মেমরি কার্ড অথবা পেন ড্রাইভ লাগিয়ে সফটওয়্যার টি ওপেন করুন। এইবার clean বাটন এ ক্লিক করুন। দেখবেন সাথে সাথে স্ক্যান করা সুরু করেছে। স্ক্যান শেষ হলে সফটওয়্যার টি ইন্টারফেস মোড এ ফিরে যাবে।
vaccinate অপসন টির মাধ্যমে আপনি আপনের USB ডিভাইস গুলো ও vaccinate করতে পারবেন
0 comments:
Post a Comment