Friday, August 14, 2015

টিম ভিউয়ার : ডেস্কটপ শেয়ারিং এর এক অনন্য ও তুলনাহীন সফটওয়্যার

3:37:00 AM

টিম ভিউয়ার কি ?

টিম ভিউয়ার হচ্ছে P2P ও ডেস্কটপ শেয়ারিং এর এক অনন্য বাস্তবতা। টিম ভিউয়ার এর সাহায্যে আপনি আপনার পিসি হতে অন্য পিসিতে খুব সহজেই রিমোট এক্সেস সহ ফাইল শেয়ারিং ও ঐ পিসিটি আপনার পিসি হতে চালাতে পারবেন। অর্থাৎ আপনার পার্টনার এর পিসিতে তার অনুমতিক্রমে আপনি রিমোটলি এক্সেস সহ তার পিসিটি নিয়ন্ত্রন করতে পারবেন। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে চ্যাটিং তো থাকছেই। এটি চালানোর সময় আপনার মনে হবে যে আপনি আপনার পিসিটিই চালাচ্ছেন।

কোথায় পাব ?

আপনি এই অনন্য সফটওয়্যারটির সব বিস্তারিত তথ্য সহ ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে
Team Viewr

সবশেষে

সবশেষে, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে যারা এর মজা আগেই নিয়েছেন তারা তো জানেনই যে জিনিসটা কি।
আর যারা নতুন তারা এখনই এই সফটওয়্যার এর মজা নিন। বাস্তবে আমি প্রথম যেদিন এটি ব্যবহার করি সেদিন আমি এর কাজ দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আর মনে মনে বলেছিলাম "এও সম্ভব" ।
মজার ব্যপার হচ্ছে ননকমার্শিয়াল ইউজারদের জন্য সফটওয়্যারটি একদম ফ্রি।
তাই দেরি না করে আজই এই তুলনাহীন সফটওয়্যার এর মজা নিন।


 চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন ।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top