আসসালামুয়ালাইকুম । সবাই ভাল আছেন আশা করি। আমিও ভাল।
বারতি কথা বলার কোন দরকার নাই। হেডলাইন দেখেই সবাই বুঝেছেন আমি কি নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড করে ফেলুন
![]() |
Internet Download Manager v 6.23 |
তাহলে প্রথমেই ডাউনলোড করে ফেলুন, তারপর নিচের স্টেপ গুলো দেখুন। যারা পারেন তাদের না দেখলেও চলবে। তবুও দেখে নেওয়া ভাল।তো শুরু করা যাক।
![]() |
Internet Download Manager - IDM |
ডাউনলোড হয়ে গেলে প্রথমেই আনজিপ করুন। যেহেতু ফাইলটি জিপ করা।যাদের সেভেন জিপ কিংবা উইনরার নেই তারা সেভেন জিপ কিংবা উইনরার ডাউনলোড করে ব্যবহার করুন।
- প্রথমেই আপনার পুর্বের আইডিএম আনইন্সটল করুন, দরকার হলে পিসি রিস্টার্ট দিন।
- নতুন আইডিএমটি ফোল্ডার থেকে সাধারন ভাবেই ইন্সটল করুন।
- এরপর রিস্টার্ট চাইলে দিয়ে দিন।
- ডেস্কটপে নিচে হিডেন আইকন থেকে আইডিএম এক্সিট করুন। এক্সিট না করলে কিন্তু এক্টিভ করতে পারবেন না।
- তারপর internet.download.manager.6.x.x.update.8-patch ওপেন করুন। হ্যা এটা কিন্তু Run as administrator এ রান করতে হবে। তা না হলে হবে না।
- এর পর internet.download.manager.6.x.x.update.8-patch এর নিচে Patch লেখা আছে সেখানে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ব্যস হয়ে যাবে।
- আরেকটা patch সফটওয়্যার এখানে আছে যেটা Internet Download Manager (IDM) v 6.23 Build 11 এর জন্য ছিলো। তাতে কি হবে। আমি করেছি। এটা দিয়ে patch করতে প্রথমে এটাকে কপি করে আপনার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে Internet Download Manager ফোল্ডারে পেস্ট করুন। তার পর ওখান থেকে এটাকে Run as administrator দিয়ে ওপেন করুন আর আবোল তাবোল ফার্স্ট নেম আর লাস্ট নেম দিন। তার পর patch করুন তারপরেই ওটাতে register লেখা আছে সেটাতে ক্লিক করুন। ব্যস কাজ শেষ।
0 comments:
Post a Comment