অনেকেই অনেক আগের থেকে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করছেন Blustacks দ্বারা। আবার অনেকে শুনেছেন যে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যাবহার করা যায় । কিন্তু কখনও তারা চালান নি । যারা Blustacks দ্বারা ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন তারা তো নিশ্চই জানেন যে Blustacks
দ্বারা ওয়াটসঅ্যাপ চালানোর জন্য কত ঝামেলা পোহাতে হয় । আমি ও চালিয়েছিলাম ।
কিন্তু ওইভাবে চালাতে চালাতে বিরক্ত হয়ে যাবার কারনে কয়েকদিনের পরেই
চালানো বাদ দিয়ে দেই । Blustacks দিয়ে ওয়াটসঅ্যাপ চালানোর
জন্য যে পরিমান এমবি খরচ করেছিলাম, তা দিয়ে ২টা মুভি ডাউনলোড করতে পারতাম ।
তার কিছুদিন পরই অন্যভাবে চালানো শুরু করলাম । আজ তা আপনাদের সাথে শেয়ার
করবো । এইভাবে চালানোর জন্য আপনার "গুগল ক্রোম " ব্রাউজারটি দরকার হবে । যাদের নেই তারা ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
এবার নিচের লিঙ্কটি কপি করুন ।
এরপর গুগল ক্রোম ওপেন করে অ্যাড্রেস বার এ গিয়ে লিঙ্কটি পেস্ট করুন ।
এমনটা দেখাবে । এবার "ADD TO CHROME" এ ক্লিক করেন ।
এবার "ADD EXTENSION" এ ক্লিক করেন ।
এখন ওয়াটসঅ্যাপ ওপেন হবে । এমন একটা পেজ আসবে ।
এবার মোবাইল দিয়ে ওয়াটসঅ্যাপ এ ঢুকুন । মেনুতে গিয়ে "WhatsApp Web" এ ক্লিক করুন ।
এবার কোডটি উপরের মত করে স্ক্যান করুন ।
কাজ শেষ । এবার আরামসে ওয়াটসঅ্যাপ চালাতে থাকুন ।
ওয়াটসঅ্যাপ ক্লোজ করে দিলে আবার ওপেন করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে । এরপর অ্যাড্রেস বার এর পাশে একটি ওয়াটসঅ্যাপ আইকন পাবেন । সেটিতে ক্লিক করলেই ওয়াটসঅ্যাপ আবার ওপেন হবে ।
অনেকেরই আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে । তাদের জন্য আমি নিচে আমারই একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিচ্ছি ।
এবার নিচের লিঙ্কটি কপি করুন ।
https://chrome.google.com/webstore/detail/whatsapp-messenger/jbdenakghoccpkjaboikhbinhmopiiio?hl=en-GB
এমনটা দেখাবে । এবার "ADD TO CHROME" এ ক্লিক করেন ।
এবার "ADD EXTENSION" এ ক্লিক করেন ।
এবার মোবাইল দিয়ে ওয়াটসঅ্যাপ এ ঢুকুন । মেনুতে গিয়ে "WhatsApp Web" এ ক্লিক করুন ।
এবার কোডটি উপরের মত করে স্ক্যান করুন ।
কাজ শেষ । এবার আরামসে ওয়াটসঅ্যাপ চালাতে থাকুন ।
অনেকেরই আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে । তাদের জন্য আমি নিচে আমারই একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিচ্ছি ।
"বাহ দারুন এবং অমায়িক পোস্ট। আর বাংলা ব্লগ সাইট . টা ও অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন" .
ReplyDeleteধন্যবাদ :)
Delete