Saturday, July 14, 2018

আপনার এন্ড্রয়েড ডিভাইস এনক্রিপ্ট দ্বারা সুরক্ষিত করুন

11:55:00 AM

এন্ড্রয়েড ডিভাইস গুলি ছোট আকৃতির একটি ডিভাইস যাকিনা আপনার পকেটে অনায়াসে রাখতে পারেন এবং যা আপনার ব্যাক্তিগত বা প্রফেশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা সমৃদ্ধ থাকে। যেমন- ইমেইল, এসএমএস বার্তা, কন্টাক্ট নাম্বারস, ক্রেডিট কার্ড নম্বর, ফাইল, ফটো, ইত্যাদি। তাই নিশ্চয় আপনি কখনো আশাকরবেন না আপনার ডিভাইসটি কোন ভুল ব্যাক্তির হাতে পড়ুক। যা দুর্ঘটনা জনিত কারনে বা হারিয়ে যাওয়ার ফলেও হতে পারে।
এই সকল অপ্রীতিকর ঘটনা কেউই আশাকরেনা। এই জন্যেই আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসটি প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণে লক করে রাখতে পারেন।
তাই আজ এই বিষয় গুলি নিয়ে আলোচনা করব- এনক্রিপশন কি, কিভাবে এটি কাজ করে, আপনি কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসটি এনক্রিপ্ট করতে পারেন ইত্যাদি।

What Is Encryption (এনক্রিপশন কি)?
এনক্রিপশন হল একটি scrambling প্রক্রিয়া যার দ্বারা তথ্য গুলিকে অবোধগম্য করে তোলা হয় সবার কাছে, এটি শুধু মাত্র তাদের কাছে বোধগম্য থাকে যারা unscramble প্রক্রিয়াটি জানেন। আর তথ্য গুলিকে পাঠযোগ্য বা স্বীকৃত ফরমের ফিরিয়ে আনার একমাত্র উপায় একটি কী ব্যবহার করে এটিকে ডিক্রিপ্ট করা।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top