সবাই কেমন আছেন । এটা টেকটিউনস এ আমার ৬ষ্ঠ টিউন । আমাদের প্রায় সকলএরই
ফেসবুকে একাউন্ট আছে । বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে
পাওয়া অনেক মুশকিল ব্যাপার । আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের বেশিরভাগ
সময়টাই ফেসবুকে ব্যয় করি । আর বলতে গেলে প্রায় সবারই একাধিক আইডি আছে ।
একটা ফ্যামিলি আর কাছের বন্ধু বান্ধবদের জন্য আর একটি এমনি ফেসবুকের
ফ্রেন্ডদের জন্য । ওইসব আইডিগুলো তারা শুধুই ফ্রেন্ড বাড়ানো ও লাইক বাড়ানোর
জন্য ব্যবহার করে থাকে । ফলে তাদের কিছুক্ষন পর পরই ফ্রেন্ড রিকুয়েস্ট
আসতে থাকে । আর এই ফ্রেন্ড রিকুয়েস্টগুলো এক্সেপ্ট বা ডিলিট করার সময় তারা
পায় না । তাই তাদের জন্য নিয়ে আসলাম এমন একটি ট্রিক্স যা দ্বারা সে খুব
সহজেই অল্প সময়ের মধ্যেই ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট ও ডিলিট করতে পারবে ।
তাহলে আর বেশি কিছু বলছি না । সরাসরি আসল কথায় আসি ।
১. প্রথমে ফেসবুকে লগিন করুন ।
২. নতুন ট্যাব ওপেন করুন । এবং chrome://extensions লিখে Enter চাপুন ।
৩. "Get More Extensions" এ ক্লিক করুন ।
৪. সার্চ বক্স এ "Facebook Friends Requests" লিখে সার্চ করুন ।
৫. এই এক্সটেনশনটি ক্রোমে এড করুন ।
৬. অ্যাড্রেস বারে https://web.facebook.com/friends/requests/ লিখে এন্টার চাপুন । দেখবেন আপনাকে যারা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে তাদের দেখাচ্ছে ।
৭. লাল কালার দ্বারা সার্কেল করা আইকনটিতে ক্লিক করুন । এরপর উপরের চিত্রের মত দেখতে পাবেন । আপনি যদি সবগুলো রিকুয়েস্ট এক্সেপ্ট করতে চান তাহলে "
Accept All Requests" আর রিজেক্ট করতে চাইলে "Reject All Requests" সিলেক্ট করে
"Accept/Reject All Friends Requests" বাটন এ ক্লিক করুন । কাজ শেষ ।
১. প্রথমে ফেসবুকে লগিন করুন ।
২. নতুন ট্যাব ওপেন করুন । এবং chrome://extensions লিখে Enter চাপুন ।
৩. "Get More Extensions" এ ক্লিক করুন ।
৪. সার্চ বক্স এ "Facebook Friends Requests" লিখে সার্চ করুন ।
৫. এই এক্সটেনশনটি ক্রোমে এড করুন ।
৬. অ্যাড্রেস বারে https://web.facebook.com/friends/requests/ লিখে এন্টার চাপুন । দেখবেন আপনাকে যারা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে তাদের দেখাচ্ছে ।
৭. লাল কালার দ্বারা সার্কেল করা আইকনটিতে ক্লিক করুন । এরপর উপরের চিত্রের মত দেখতে পাবেন । আপনি যদি সবগুলো রিকুয়েস্ট এক্সেপ্ট করতে চান তাহলে "
Accept All Requests" আর রিজেক্ট করতে চাইলে "Reject All Requests" সিলেক্ট করে
"Accept/Reject All Friends Requests" বাটন এ ক্লিক করুন । কাজ শেষ ।
0 comments:
Post a Comment