Sunday, November 8, 2015

সিম নিবন্ধন করুন ছোট্ট একটি এপের মাধ্যমে

11:54:00 PM




বর্তমানে সবাই কম বেশি সিম ব্যবহার করেন,কিন্তু সবার সিম ই কি রেজিস্ট্রেশন করা?আবার অনেকে এক সাথে ৪-৫ টা সিম ব্যবহার করেন।সমস্যা হয় তখন যখন এই অনিবন্ধিত সিম গুলো দিয়ে কিছু বিকৃত রুচির মানুষ বিভিন্ন অপারাধ কাজ করে থাকে।কিন্তু এসকল মানুষ খুজে পাওয়া কষ্ট হয়ে যায়,সিমের আসল মালিক থাকে ধরা ছোয়ার বাহিরে,তাদের কে আর শাস্তি দেয়ার কোন সিস্টেম থাকে না,কেননা তাদের সিমের সকল তথ্যই থাকে ভুলে ভরা।বিক্রেতারা একটি মাত্র ভোটার আই ডি কার্ড দিয়ে অনেক গুলো সিম লাইসেন্স করে থাকে,যার ফলে ঘটতে থাকে বিভিন্ন জালিয়াতি,অপরাধ।আর অপরাধকারীরা থাকে ধরার বাহিরে।

তাই আমাদের সরকার এগুলোর বিরুদ্ধে উঠে পরে লেগেছেন,এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামী ১৫ নভেম্বর এর মধ্য সকল সিম [নিবন্ধিত এবং অনিবন্ধিত] পুনরায় নিবন্ধন করতে হবে।।

আর তা যথা সময়ে না হলে সিম বন্ধ করে দেয়া হবে।তাই এ সমস্যা যেনো না হয় আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা উচিত।









সিম নিবন্ধন অনেকের কাছে জটিল মনে হতে পারে,তবে এই জটিল কাজ কে কিছুটা সহজ করার জন্য নিয়ে এলাম ছোট্ট একটি এপ,যার মাধ্যমে নির্দেশনা অনুসরণ করেই খুব সহজে আপনার সিম নিবন্ধিত করতে পারবেন।এর জন্য আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তো আর কথা বাড়িয়ে লাভ নেই এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।





Size:  0.98MB


Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top