Monday, April 11, 2016

অ্যাপলের ম্যাকবুকে থাকবেনা কিবোর্ড!

12:31:00 AM

টেক জায়ান্ট "অ্যাপল" গত বছরের সেপ্টেম্বরে বাটন ছাড়া এক কিবোর্ডের নকশা পেটেন্ট করার আবেদন জানিয়েছিল। এত দিন গোপন রাখলেও বৃহস্পতিবার খবরটি প্রকাশ করে অ্যাপল।

apple macbook patent keyboard, Apple patent keyboard, Apple Laptop Without Keyboard, With the entire keyboard being one clean surface, one could customize the input areas in many different ways
With the entire keyboard being one clean surface, one could customize the input areas in many different ways.

পেটেন্ট অনুযায়ী, এতে বাটনের পরিবর্তে সমতল পৃষ্ঠ থাকবে যেখানে টাচ করে কাজ করতে হবে। আর এই টাচ অংশে নির্দিষ্ট কোন কিছু লেখা থাকবেনা ফলে নিজের ইচ্ছামতো ঠিক করে নেয়া যাবে কোথায় কি থাকবে। কিবোর্ড সমতল পৃষ্ঠ হলেও পুরো প্যানেলজুড়ে অসংখ্য ছোট ছিদ্র থাকবে। প্যানেলের নিচের আলো দিয়ে লেখাগুলো তাই ওপর থেকেই বোঝা যাবে। আরেকটা সুবিধা হলো এতে ময়লা ঢুকবে না। ফলে সহজে কম্পিউটার নষ্ট হবে না।

আরো দেখুনঃ ল্যাপটপের বিকল্প "স্যামসাং ট্যাব প্রো এস"

apple macbook patent keyboard, Apple patent keyboard, Apple Laptop Without Keyboard, Can't live without a numeric keypad No problem, just place it next to your trackpad.
Can't live without a numeric keypad No problem, just place it next to your trackpad.

আর এই ফেব্রুয়ারিতে অ্যাপল কিবোর্ডের আরেক নকশা পেটেন্টের আবেদন করেছিল। সেখানে বাটন তো দূরের কথা, টাচও করতে হবে না। শুধু আঙুল কাছে নিয়ে গেলেই কাজ করা শুরু হয়ে যাবে। এখন দেখার বিষয় অ্যাপল এই দুটো পেটেন্ট এক করে নতুন কোন  কিবোর্ড যুক্ত ম্যাকবুক কবে উন্মুক্ত করে। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top