Thursday, April 7, 2016

হোয়াটস অ্যাপে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন চালু

1:27:00 AM

সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে এখন থেকে সকল মেসেজ, কল এবং ছবিকে আরও সুরক্ষিত করতে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন চালু করেছে। শুধুমাত্র এক্ষেত্রে ব্যবহারকারীকে হোয়াটস অ্যাপের সর্বশেষ সংস্করণটি থাকতে হবে ডিভাইসে। 
Whatsapp New Feature Encryption
Whatsapp Encryption
নতুন এই সিকিউরিটি ফিচারের মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীর তথ্যের পুরোপুরি নিরাপত্তা দেয়া। উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি এবং সব ফিচার ফোনেই এই নতুন ফিচারটি চলবে। ব্যবহারকারীদের কনভারসেশন পুরোপুরি এনক্রিপ্টেড করার পর অ্যাপটি ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে। এবং চ্যাট সেকশনে একটি লক আইকন দেখাবে। 

আরো দেখুনঃ গুগলের কাছে ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার দাবী ওরাকলের


সিলিকন ভ্যালিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কয়েক সপ্তাহ ধরে সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হয়ে দাড়িয়েছে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা জ্যান কুম, অ্যাপল এফবিআই এনক্রিপশন লড়াইয়ে প্রথমেই অ্যাপলের পক্ষে ছিলেন। তিনি মনে করেন, নতুন ডিজিটাল যুগে সরকার, প্রতিষ্ঠান বা ব্যাক্তির নিরাপত্তা ও সুরক্ষার জন্য এটি খুবই জরুরী। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top