Friday, September 11, 2015

বাংলাদেশের জন্য গুগল সংবাদ

4:27:00 AM

গুগল সংবাদে বাংলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের খবর। ছবিটি আইওএসের গুগল নিউজ অ্যাপ থেকে নেওয়াবাংলাদেশের জন্য চালু হলো ‘গুগল সংবাদ’। এখন থেকে বাংলাদেশের সংবাদগুলো গুগল সংবাদ সেবায় পাওয়া যাবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সংবাদগুলো গুগল সংবাদের মাধ্যমে পড়া যাবে। গতকাল বুধবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এ সেবাটি চালু হয়েছে। সারা বিশ্বের ৪৫টি দেশের ২৮ ভাষায় এখন গুগল সংবাদ সেবা পাওয়া যাচ্ছে। সরাসরি বাংলাদেশের সংবাদ পাওয়ার সুবিধাটি এবার চালু হলো । বাংলাদেশে সপ্তাহব্যাপী চলমান ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ উদ্যাপনের অংশ হিসেবে গুগল সংবাদে বাংলাদেশের সংবাদ সেবাটি চালু হয়েছে বলে জানিয়েছেন গুগলের কারিগরি প্রোগ্রাম ব্যবস্থাপক শিশির খান।
শিশির খান জানান গুগল সংবাদে বাংলা যুক্ত করার এ প্রকল্পে আরও দুই বাংলাদেশি গুগলার (গুগলে কর্মরত) যুক্ত ছিলেন। তাঁরা হলেন গুগলের পার্টনার টেকনোলজি ম্যানেজার নিয়াজ আহমেদ এবং সফটওয়্যার প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম।
গুগল সংবাদে বাংলাদেশের খবর যোগ করার সুবিধা চালুর পর গতকাল রাত সোয়া নয়টায় প্রথম আলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের প্রধান কার্যালয় থেকে মুঠোফোনে কথা বলেন শিশির খান, নিয়াজ খান ও আবদুল্লাহ আল নাঈম। শিশির খান বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল গুগল থেকে আমরা একটি বাংলাদেশি পণ্য বানাব। গুগলের বাংলা সংবাদ সেবা চালু হওয়ায় সেই স্বপ্ন পূরণ হলো।’
শিশির খান প্রায় এক যুগ, আব্দুল্লাহ আল নাঈম দুই বছরের বেশি এবং নিয়াজ খান প্রায় দেড় বছর ধরে গুগলে কাজ করছেন।
শিশির, নাঈম ও নিয়াজ জানান, এই পণ্যের বিশেষত্ব হচ্ছে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইটে প্রকাশিত খবর একসঙ্গে পাওয়া যাবে। তা ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই। কম্পিউটার, ট্যাব বা স্মার্টফোন—সব যন্ত্রেই এ সেবা পাওয়া যাবে। নিজে যে ধরনের সংবাদ পছন্দ করেন সেগুলো আলাদা আলাদাভাবে এতে পাবেন। তাঁরা বলেন, এই সেবাটি পুরোপুরি যন্ত্রনির্ভর। ফলে এর ব্যবহার যত বেশি বাড়বে, তত এর মান বৃদ্ধি পাবে এবং ব্যবহারকারীরা দ্রুত বেশি বেশি সংবাদ পেতে থাকবেন। গুগলের সার্চ ইঞ্জিনে খোঁজা তথ্যগুলোর ওপর ভিত্তি করেও বিষয়-সংশ্লিস্ট সংবাদ দেবে গুগল সংবাদ।
বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে নীতিমালা মেনে গুগল ভাষাভিত্তিক সংবাদ সংগ্রহ করে গুগল সংবাদে যুক্ত করে। যেকোনো প্রকাশক ইচ্ছা করলে গুগল নিউজ পাবলিশার সেন্টারে নিজেদের সংবাদের ওয়েবসাইটের ঠিকানা জমা দিতে পারবেন। বিস্তারিত: https://goo.gl/QwF2QD। স্মার্টফোনের জন্য গুগল নিউজের অ্যাপও রয়েছে। নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড https://goo.gl/hTchaI এবং আইওএস https://goo.gl/kHv663

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top