Sunday, May 31, 2015

সেরা ৪ টি ওয়েবসাইট ডিজাইন সফটওয়্যার

2:27:00 AM

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের সামনে ওয়েবসাইট ডিজাইন করার বিষয়ে কিছু জানবো যে গুলো জানলে আশা করি আপনারা ভালো লাগবে। ইন্টারনেট দুনিয়ায় অনেক অনেক ওয়েবসাইট আছে যে গুলো ডিজাইনার বা ডেভলপার যারা থাকে তারা খুব সূক্ষ্ম ভাবে তৈরি করে। আর এগুলো করতে কিছু টুলস বা সফটওয়্যার দরকার হয় যা কিনা একটা ওয়েবসাইট এর জন্য অনেক প্রয়োজনীয়। হ্যাঁ বন্ধুরা আজ আমরা এরকমি কিছু ওয়েব ডিজাইন করার সফটওয়্যার এর সাথে পরিচয় হব

 

WebEasy Professional 10

প্রথমে আমরা যে ওয়েব ডিজাইন সফটওয়্যারটির এর সাথে পরিচিত হব সেটি হল WebEasy Professional 10 এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় ওয়েব ডিজাইন করার জন্য। তৈরি করুন একটা বড় ওয়েবসাইট WebEasy সঙ্গে মাত্র এক ঘন্টার মধ্যে WebEasy আপনাকে গাইড দেবে ধাপে ধাপে ডিজাইন করার জন্য। এই সফটওয়্যার আপনি ব্যক্তিগত ব্যবহার, ছোট-মাঝারি ব্যবসার জন্য ব্যাবহার করতে পারেন। আপনি এটা উইন্ডোজ ৭, উইন্ডোজ Vista, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে ব্যাবহার করতে পারেন আশা করি আপনাদের কাছে এই সফটওয়্যারটি ভালো লাগবে

WebSite X5 Evolution 11

বন্ধুরা এখন যে ওয়েব ডিজাইন সফটওয়্যারটির নিয়ে আলোচনা করব সেটি হল WebSite X5 Evolution 11 এই সফটওয়্যার দ্বারা আপনি খুব সহজে ভালো একটি ডিজাইন করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে আপনি নানা ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন যেমন নিজের পার্সোনাল ব্লগ, ই কমার্স স্টোর সহ আরো অনেক কিছু। এটা সহজ, দ্রুত এবং সুবিধাজনক যেটা আপনি আপনার উইন্ডোজ 7, উইন্ডোজ Vista, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে ব্যাবহার করতে পারেন

Adobe Muse

বন্ধুরা এখন আমরা বিশ্ব বিখ্যাত সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি এর Adobe Muse নিয়ে এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় সারা বিশ্বব্যাপী। অ্যাডোবি Muse দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন যেটা আপনি ডেস্কটপ, ট্যাবলেট, এবং স্মার্টফোনের ভার্সনের জন্য তৈরি করতে পারেন। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার মনের মত করে সব কিছু ডিজাইন করতে পারবেন। সফটওয়্যারটি আপনি আপনার ম্যাক, উইন্ডোজ Vista, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে ব্যাবহার করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সফটওয়্যারটি

Adobe Dreamweaver CC

সবশেষে যে ওয়েবডিজাইন সফটওয়্যারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল Adobe Dreamweaver CC এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় একটি ওয়েব ডিজাইন সফটওয়্যার সারা বিশ্বব্যাপী খুব পরিচিত একটা ওয়েবডিজাইন সফটওয়্যার এটি আপনি ম্যাক, উইন্ডোজ 7, উইন্ডোজ Vista, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে ব্যাবহার করতে পারেন
তো বন্ধুরা যে ৪ টি ওয়েব ডিজাইন সফটওয়্যার নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আগামিতে আরো ভাল কিছু নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top