Sunday, May 22, 2016

ক্যাপস লক বিড়ম্বনার সমাধান ।

4:27:00 AM

আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা টাইপ করার সময় ক্যাপস লক বিরক্তিতে নিশ্চয়ই একবার হলেও পড়েছেন? হ্যাঁ, এই সমস্যাটি বেশি হয় পাসওয়ার্ড  ক্ষেত্রে। যাই হোক, এই ক্যাপস লক সমস্যার সমাধান কিন্তু উইন্ডোজের মধ্যেই দেয়া আছে যা শুধুমাত্র আমাদের ইনাবল করে নিতে হবে। আজকের টিউটোরিয়ালটিতে আমরা ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়-ই জানতে চেষ্টা করব।

আরো দেখুনঃআপনার ফোনের স্ক্র্যাচ দূর করুন

ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়

আজকের এই টিউটোরিয়ালটির ফলে এরপর যখনই আমরা ভুলক্রমে বা ইচ্ছাকৃত ভাবেও ক্যাপস লক বাটনটি অন করব তখনই একটা বিপ শুনতে পাবো যার মাধ্যমে দরকার না হলে আমরা তখনই সেটা বন্ধ করে দিতে পারব এবং ফলে ক্যাপস লক বিড়ম্বনায় অন্তত আর আমাদের পড়তে হবেনা বলেই আমার বিশ্বাস। চলুন, তাহলে দেখে নেয়া যাক কীভাবে এই টগলটি ইনাবল করতে হবে।


উইন্ডোজ ১০ এর জন্য 

Start>Settings থেকে Settings মেনু খুলুন।
Ease of Access সিলেক্ট করুন। 
Keyboard অপশনটি সিলেক্ট করুন। 
Toggle Keys এর নিচে থাকা বাটনটি ইনাবল করে দিন। 
 
 
বুঝতে সমস্যা হলে উপরের ভিডিওটি দেখে নিতে পারেন। 


উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য 

Windows Key + C চেপে ধরে চার্মস বার ওপেন করুন এবং সেখান থেকে Settings এ যান। 
Change PC Settings সিলেক্ট করুন। 
Ease of Access সিলেক্ট করুন। 
Keyboard অপশনটি সিলেক্ট করুন। 
Toggle Keys অপশনটি ইনাবল করে দিন।  
 


বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top