Monday, June 1, 2015

এবার পাসওয়ার্ড জানলেও হ্যাকার আপনার আইডিতে ঢুকতে পারবে না। – আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আরো সুরক্ষিত করুণ।

1:14:00 AM

আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের জিবনে ফেসবুক এখন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ফেসবুকে আবার অনেকের অনেক গুরুত্ত পূর্ণ কথোপকপন থাকে। কিন্তু বিগ্ন ঘটে যখন কোন ভাবে প্রতারক অথবা হ্যাকাররা আমাদের আইডি হ্যাক হয়ে যায়। ফলে আমারা এক নিমেষে হারিয়ে ফেলি আমাদের দরকারি সেই তথ্য গুল যা আমাদের অ্যাকাউন্টের কথোপকপনে সংরক্ষিত ছিল।
তবে আমারা আজ আমরা জানব কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডির সুরক্ষা স্তর আরো উন্নত করতে পারি। যার মাধ্যমে কেও আমাদের আইডির পাসওয়ার্ড জানলেও হ্যাকার
আমাদের আইডিতে ঢুকতে পারবে না
তো চলুন আমরা সুরক্ষা স্তর উন্নত করে ফেলি-
- প্রথমে মোবাইল অথবা কম্পিউটার হতে ফেসবুকে লগইন করে, ফেসবুকের সেটিং/SETTING মেনুতে যান।
- তারপর Security অপশনটি বাছাই করুণ এবং Login Approvals On এর ডানপাশে ক্লিক করে Enable করে দিন।
- ফোন নাম্বার দেওার জন্য একটি খালি বক্স পাবেন। সেখানে আপনার ফোন নাম্বার দিন। ( এই রুপ 183*******) সামনে শুন্য লিখার দরকার নাই।
- যে মোবাইল নাম্বারটি সাবমিট করলেন টা অন রাখুন। ৫ মিনিটের ভেতর ফেসবুক আপনার নাম্বারে একটি কোড সহ এসএমএস পাঠাবে।।
- উক্ত কোডটি Login Approvals On করতে গিয়ে যে খালি বক্স পেয়েছেন ওই বক্সে লিখুন এবং সাবমিট করুণ।
এবার আপনি নিরাপদ। এখন প্রতিবার যে কেও এমন কি আপনিও সঠিক পাসওয়ার্ড সহ লগইন করতে গেলে, ফেসবুক আপনার সাবমিট করা নাম্বারে ফেসবুক থেকে একটা যাচাইকরন কোড সেন্ড করবে। প্রতিবার যাচাই করা ছাড়া সুধু মাত্র পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা যাবে না।
-ধন্যবাদ

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top