Friday, March 4, 2016

নেক্সাসের পরবর্তী স্মার্টফোনে থাকতে পারে থ্রিডি টাচ ডিসপ্লে

8:07:00 AM

গুগল-এইচটিসি সম্মিলিতভাবেই শুধু অ্যান্ড্রয়েডে প্রযুক্তিটি আনছে না, গিজমো চায়না’র প্রতিবেদন অনুযায়ী, চীনা স্মার্টফোন ব্রান্ড শাওমি, মেইজু, অপ্পো এবং ভাইভোও তাদের স্মার্টফোনে প্রেসার সেন্সেটিভ ডিসপ্লে যুক্ত করার জন্য কাজ করছে।

আগামী বছর বাজারে আসা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সার্বজনীন হতে পারে আইফোন ৬এস’র থ্রিডি টাচ ডিসপ্লে। ২০১৬ সালের গুগল নেক্সাস স্মার্টফোনে চালু হওয়ার মাধ্যমেই অ্যান্ড্রয়েড দুনিয়ায় প্রযুক্তিটির শুভসূচনা হতে পারে।

সংবাদমাধ্যম গিজমো চায়না’র প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী নেক্সাস স্মার্টফোনের সম্ভাব্য প্রস্তুতকারক এইচটিসি প্রেসার সেন্সেটিভ ডিসপ্লে অর্থাৎ, থ্রিডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করবে বলে জানায় প্রতিবেদনটি। গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী করেই ফিচারটি যুক্ত করার পরিকল্পনা করছে দাবী করে প্রতিবেদনটি।

তবে গুগল-এইচটিসি সম্মিলিতভাবেই শুধু অ্যান্ড্রয়েডে প্রযুক্তিটি আনছে না, গিজমো চায়না’র প্রতিবেদন অনুযায়ী, চীনা স্মার্টফোন ব্রান্ড শাওমি, মেইজু, অপ্পো এবং ভাইভোও তাদের স্মার্টফোনে প্রেসার সেন্সেটিভ ডিসপ্লে যুক্ত করার জন্য কাজ করছে।

হুয়াওয়ের মেট এস, জিয়োনি’র এস৮ এবং জেডটিই’র অ্যাক্সন মিনিতে ইতোমধ্যেই থ্রিডি টাচের মতো ডিসপ্লে প্যানেল যুক্ত করা হয়েছে। ওদিকে মেইজুর আসন্ন এমএক্স৬ স্মার্টফোনেও এরকম প্রযুক্তি থাকবে বলে শোনা যাচ্ছে।

তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রেসার-সেন্সেটিভ ডিসপ্লে যুক্ত করার সবচেয়ে বড় সমস্যা হলো পুরো বোর্ড জুড়েই অ্যাপ ডেভেলপারদের সমর্থণের অভাব।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top