আজ ভোরে একটি টিজার থেকে নিশ্চিত হওয়া গেছে যে, অপ্পো তাদের নতুন স্মার্টফোন আর৯ অবমুক্তির প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। হতে পারে এ হ্যান্ডসেটটি হবে গত বছরে তাদের বাজারে আসা ফোন আর৭ ডুয়োর উত্তরসূরি। তবে এতোদিন সঠিক ভাবে জানা যাচ্ছিল না কবে কোম্পানিটি তাদের আসন্ন ফোনটি অবমুক্ত করতে পারে, কবে আনুষ্ঠানিক ভাবে এ ফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে।
তবে সব অপেক্ষার অবসান ঘটিয়েছে খোদ চীনের এই কোম্পানিটি। অপ্পো চীনের সব সাবওয়ে আর বাস স্টেশনে আর৯ এর বড় বড় বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনের ছবি দেখে বিশ্ববাসীর তাৎক্ষণিক ভাবে বোঝার কিছু নেই, কারণ সেটি চাইনীজ ভাষাতেই লেখা হয়েছে। তবে অনুবাদকের সাহায্যে সহজেই জানা হয়ে গেছে কি লেখা আছে ঐ বিজ্ঞাপনী ভাষায়। সেখানে বলা হয়েছে যে, আগামী ১৭ মার্চ একটি অনুষ্ঠানে অপ্পো তাদের পরবর্তী হ্যান্ডসেট আর৯ অবমুক্ত করতে যাচ্ছে।
বাতাসে খবর ভাসছে আর৯ ও হবে তার পূর্বসূরি ফোনটির মতো উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যযুক্ত। বাজারজাত করণের সময় এটাকেও বলা হবে অপ্পো’র সবচেয়ে ভালো ক্যামেরাযুক্ত ফোন। হয়তো এতে থাকবে একই কোম্পানির সম্প্রতি অবমুক্ত হওয়া দ্রুত চার্জ গ্রহনের সক্ষম সুপার ভিওওসি ।
অপ্পো আর৯ এ দেয়া হতে পারে ৬ ইঞ্চির কোয়াডএইচডি টাচস্ক্রিন, ২১ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কোয়ালকমের স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৩ অথবা ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়াতে সক্ষম সংরক্ষণ ক্ষমতা এবং একটি ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। অবশ্যই এই সেটটি চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো। সব দেখে শুনে মনে হচ্ছে এটি হবে অ্যাপেলের আইফোন ৬এস প্লাসের যোগ্য প্রতিদ্বন্দ্বী।
তবে সব অপেক্ষার অবসান ঘটিয়েছে খোদ চীনের এই কোম্পানিটি। অপ্পো চীনের সব সাবওয়ে আর বাস স্টেশনে আর৯ এর বড় বড় বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনের ছবি দেখে বিশ্ববাসীর তাৎক্ষণিক ভাবে বোঝার কিছু নেই, কারণ সেটি চাইনীজ ভাষাতেই লেখা হয়েছে। তবে অনুবাদকের সাহায্যে সহজেই জানা হয়ে গেছে কি লেখা আছে ঐ বিজ্ঞাপনী ভাষায়। সেখানে বলা হয়েছে যে, আগামী ১৭ মার্চ একটি অনুষ্ঠানে অপ্পো তাদের পরবর্তী হ্যান্ডসেট আর৯ অবমুক্ত করতে যাচ্ছে।
বাতাসে খবর ভাসছে আর৯ ও হবে তার পূর্বসূরি ফোনটির মতো উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যযুক্ত। বাজারজাত করণের সময় এটাকেও বলা হবে অপ্পো’র সবচেয়ে ভালো ক্যামেরাযুক্ত ফোন। হয়তো এতে থাকবে একই কোম্পানির সম্প্রতি অবমুক্ত হওয়া দ্রুত চার্জ গ্রহনের সক্ষম সুপার ভিওওসি ।
অপ্পো আর৯ এ দেয়া হতে পারে ৬ ইঞ্চির কোয়াডএইচডি টাচস্ক্রিন, ২১ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কোয়ালকমের স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৩ অথবা ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়াতে সক্ষম সংরক্ষণ ক্ষমতা এবং একটি ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। অবশ্যই এই সেটটি চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো। সব দেখে শুনে মনে হচ্ছে এটি হবে অ্যাপেলের আইফোন ৬এস প্লাসের যোগ্য প্রতিদ্বন্দ্বী।
0 comments:
Post a Comment