Monday, June 6, 2016

অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণে দূর থেকেই অচল করে দেয়া যাবে চুরি হয়ে যাওয়া আপনার ফোন

7:00:00 AM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এক ফিচার যোগ করা হয়েছে । আর তা হচ্ছে যখন্ন আপনার পছন্দের অ্যান্ডয়েড ফোনটি হারিয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে তখন আপনি দূর থেকেই বুট সিস্টেম এর মাধ্যমে আপনার ফোনটিকে ডিজেবল করতে পারবেন ।
চুরি হয়ে যাওয়া ফোনটিকে অচল করে দিন এক নিমিষেই

ইন্টারনেটেরে মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবেন এবং ডিভাইজটি ব্রিক করে দিতে পারবেন । গুগল রিকভারি মোড ডিভাইস ব্রিকের অ্যাক্সেস দিয়ে থাকে । ফিচারে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার হতে নিরাপদে সব পার্টিশনগুলো মুছে ফেলা যাবে। তবে এক্ষেত্রে ওইএম ম্যানুফেকচার দরকার হবে। ওইএম দিয়ে অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয় যাতে করে পার্টিশনে এক্সেস করা যায়।

আরো দেখুনঃ নিয়ে নিন আপনার Android এর জন্য Computer App এবং আপনার ফোনে Computer চালানোর মজা নিন। [Don’t Miss]

এই ফিচারে দূর থেকে সব পার্টিশন মুছে ফেললে ডিভাইসটি পুনরায় বুট করতে অস্বীকার জানাবে।

আর নতুন এই ফিচার ব্যবহারকারিকে তাদের নিজের ডিভাইসকে অকার্যকর করার ক্ষমতা দেয়। গুগল জানিয়েছে, নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ 'এন' এ থাকবে।

প্রসঙ্গত ফোনটি ফেরত পেলে ব্যবহারকারি কি পুনরায় ডিভাইসটি কার্যকর করার কোন পদ্ধতি পাবে কিনা সে বিষয়ে গুগল পরিষ্কার করে কিছু জানায়নি। তবে, বর্তমানে  ব্যবহারকারীদের জানা উচিত যে এই শেষ উপায় অবলম্বন করলে ডিভাইস অপুনরুদ্ধারযোগ্য। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top