নতুন করে চালু হওয়া গোপনীয় খেলাটি হলো, আপনি যদি মেসেঞ্জার মারফত কোন বন্ধুকে বাস্কেটবল গেমের ইমোজি সেন্ড করেন তাহলে এটি ছোটখাটো বাস্কেটবল গেম শুরু করে দিবে।
মার্চ ম্যাডনেস বাস্কেটবল টূর্নামেন্টের সম্মানার্থে ফেসবুক মেসেঞ্জারে একটি মিনিগেম গোপন করে রেখেছে ফেসবুক। আমরা সবাই ফেসবুক দাবা খেলার কথা জানি। তবে নতুন করে চালু হওয়া গোপনীয় খেলাটি হলো, আপনি যদি মেসেঞ্জার মারফত কোন বন্ধুকে বাস্কেটবল গেমের ইমোজি সেন্ড করেন তাহলে এটি ছোটখাটো বাস্কেটবল গেম শুরু করে দিবে।
মার্চ ম্যাডনেস বাস্কেটবল টূর্নামেন্টের সম্মানার্থে ফেসবুক মেসেঞ্জারে একটি মিনিগেম গোপন করে রেখেছে ফেসবুক। আমরা সবাই ফেসবুক দাবা খেলার কথা জানি। তবে নতুন করে চালু হওয়া গোপনীয় খেলাটি হলো, আপনি যদি মেসেঞ্জার মারফত কোন বন্ধুকে বাস্কেটবল গেমের ইমোজি সেন্ড করেন তাহলে এটি ছোটখাটো বাস্কেটবল গেম শুরু করে দিবে।
খুবই সরল প্রক্রিয়ার মাধ্যমে গেমটি খেলা যাবে। বাস্কেটবলটিকে আলতো করে ধরে একটি চক্রের মধ্যে স্থাপনের মাধমে গেমটি সম্পন্ন করতে হবে। ১০টি বল একই রেখায় সফলভাবে নিয়ে আসার পর চক্রটি ঘুরতে থাকবে এবং খেলাটি একটু কঠিনতর করবে। আপনি যদি সফলভাবে বলটি ঝুড়িতে ফেলতে পারেন তবে আপনাকে উদযাপনী ইমোজি দেওয়া হবে।
গেমটি খেলার জন্য মেসেঞ্জারের আধুনিক সংস্করণ দরকার পড়বে আপনার। মার্চ ম্যাডনেস টূর্নামেন্টের ফাইনাল শেষ হওয়ার পরেই গেমটি উধাও করে দিতে পারে ফেসবুক মেসেঞ্জার কতৃপক্ষ।
0 comments:
Post a Comment