টুইটের ক্ষেত্রে ১৪০ অক্ষরের সীমাবদ্ধতা বজায় থাকবে বলে সম্প্রতি এক টক শো’তে জানিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডর্সি। ডর্সি এনবিসি টুডে শো’তে এক প্রশ্নের জবাবে বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো বাধ্যতা। অক্ষরের সীমাবদ্ধতা মুহূর্তকে সংক্ষেপন করে।’
তবে প্রযুক্তি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম রি/কোড জানুয়ারিতে এক প্রতিবেদনে জানিয়েছিলে যে, টুইটারে ১০ হাজার অক্ষর পোস্ট করার জন্য নতুন একটি ফিচার তৈরি করেছে টুইটার কতৃপক্ষ। তবে টুইটার কখনো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
0 comments:
Post a Comment