Saturday, March 19, 2016

আসছে দুই ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র

2:31:00 AM

.
Mark Zuckerberg - OCULUS

এ মাসের শেষ নাগাদ ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র অকুলাস ক্রেতাদের হাতে পৌঁছাবে বলে আগেই জানানো হয়। যন্ত্রটিতে ৩০টি গেম আগে থেকেই ইনস্টল করা থাকবে। অর্থাৎ হাতে পাওয়ার পরই ভিন্ন ঘরানার এই ৩০টি গেমের স্বাদ নিতে পারবে ক্রেতা। গতকাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ সময় তিনি লেখেন, নতুন একটি গেমিং প্ল্যাটফর্মের জন্য এটিই বর্তমানের গেমের সেরা সমন্বয়। যন্ত্রটির দাম ৫৯৯ ডলার।

SONY - Playstation VR
১৫ মার্চ ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র ‘প্লেস্টেশন ভিআর’ প্রকাশ করে প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। এ বছরের অক্টোবরে বাজারে ছাড়া হবে যন্ত্রটি। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র বানানো এবং ডেভেলপাররা যেন গেম ও অ্যাপ বানানোর জন্য সময় পান, তাই বাজারে ছাড়ার আগে এই সময়টুকু নেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী এন্ড্রু হাউস বলেন, গেমিংয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ভার্চ্যুয়াল রিয়ালিটি। ব্যবহারকারীরা গেম খেলার ধরন চিরতরে বদলে দেবে। চলতি বছরের শেষ নাগাদ প্লেস্টেশন ভিআরে ৫০টির মতো গেম থাকবে। ৩৯৯ ডলারে পাওয়া যাবে যন্ত্রটি।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top