Saturday, March 19, 2016

না ছুঁয়ে স্মার্টফোনে কাজ করুন

2:35:00 AM

মনে করুন দুর্বৃত্তের হাতে বন্দী হয়ে হাত-পা বাধা অবস্থায় পড়ে আছেন অন্ধকার কোনো ঘরে। পকেটে স্মার্টফোন থাকলেও নড়াচড়ার সুযোগ না থাকায় তা বের করে কাউকে ফোন করতে পারছেন না। ব্যাপারটা একটু বেশি নাটুকে হয়ে গেল! তবে হাত না লাগিয়ে কথা বলে নির্দেশ দিয়ে (ভয়েস কমান্ড) স্মার্টফোন ব্যবহারের সুযোগ যে আছে, তা মোটামুটি সবারই জানা। প্রয়োজনের সময় বেশ কাজেরও বটে।অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাপ চালু করে তারপর বলতে হয় ‘ওকে গুগল’ এবার এটা করো, ওটা করো। সে তো ওই হাত লাগাতেই হলো। কাজটি অবশ্য আঙুলের স্পর্শ ছাড়াই যেকোনো পর্দা থেকে করা যায়। শুধু সেটিংসটা ঠিক করে নিতে হবে।
এ জন্য প্রথমে গুগল অ্যাপ চালু করুন।
বাম পাশ থেকে টেনে ডান দিকে আনলে মেন্যু দেখাবে। এবার Settings/Voice/“Ok Google” detection থেকে From any screen সচল করুন।
ব্যাস হয়ে গেল! এখন স্মার্টফোনটি কাছে থাকলেই ওকে গুগল বললেই তা আপনার নির্দেশ শোনার জন্য সচল হয়ে যাবে।
সূত্র: অ্যান্ড্রয়েড ডটকম

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top