Friday, March 18, 2016

ব্যবহারকারীদের অভিযোগ, অনুমতি ছাড়াই আপগ্রেড হয়েছে উইন্ডোজ ১০

2:16:00 AM

বিস্ময়করভাবে বেশ কিছু ব্যবহারকারীদের কম্পিউটারে অনুমতি ছাড়াই আপডেট হতে শুরু করেছে উইন্ডোজ ১০। আর ফলে বিপাকে পরে অনেক ব্যবহারকারী। কাজের মাঝখানে খুলে রাখা প্রোগ্রাম গুলো বন্ধ হয়ে আপডেট নিতে শুরু করে উইন্ডোজ। 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে কয়েকজন উইন্ডোজ ব্যবহারকারী অভিযোগ করেন, উইন্ডোজে কাজ করার সময় হঠাত কোন রকম পারমিশন না চেয়েই কম্পিউটার লগ অফ হয়ে আপডেট নিতে শুরু করে। ফলে তারা যে কাজ করছিলেন তা বন্ধ হয়ে যায় তাৎক্ষণিক ভাবে। মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ ১০ আপডেটে 'অপশনাল' থেকে 'রিকমেন্ডেড' এ পরিবর্তন করে। আর তাই এমনটা হয়েছে। 
পুর্বে অসচেতন হয়ে অনেক সময় ব্যবহারকারী আপগ্রেডের পারমিশন দিয়ে থাকলেও এই সমস্যা হতে পারে। আর এ বিষয়ে মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানায়, গ্রাহকের তার ডিভাইসের উপর সম্পুর্ন নিয়ন্ত্রণ রয়েছে। তারা উইন্ডোজ ১০ আপগ্রেড ইন্সটল না করা বা রিমুভ করে ফেলার অপশনটি নিজে পছন্দ করতে পারে সেটিংস থেকে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top