আইফোন ইউজারদের জন্য সম্পূর্ণ নতুন কিছু ফিচার অন্তর্ভূক্ত করেছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আইওএস প্লাটফর্মের নতুন এই সংস্করণে আইফোন ইউজাররা গ্রুপ বা চ্যাটের ইনকামিং মিডিয়া সেভ করার জন্য সিলেক্ট করার সুযোগ পাবেন। অর্থাৎ, ছবি এবং ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সেভ হবে।
তাছাড়া ছবি সেভ করতে না চাইলে নেভার অপশন ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। তাছাড়া সুবিধাটি প্রয়োজনমতো অফ ও অন করা যাবে। তাছাড়া চ্যাটিং করার সময় নোটিফিকেশনের মাধ্যমে বার্তাও দেখাবে আপডেট সংস্করণটি। এ ফিচারের ফলে খুব সহজেই বার্তা প্রত্যুত্তর করা যাবে। তাছাড়া পার্সোনাল চ্যাটে মিসড কল নোটিফিকেশনও পাবে ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে জানায়, নতুন এই ফিচারগুলো খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড প্লাটফর্মে উন্মুক্ত করা হবে।



0 comments:
Post a Comment