বাংলাদেশে প্রথমবারের মতো হাই ডেফিনিশন, প্রিমিয়াম টিভি সার্ভিস এবং ইন্টারনেটভিত্তিক ‘ডিরেক্ট টু হোম’ (ডিটিএইচ) সেবা চালু করছে ‘জাদু ডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান। আজ শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অন্তত ৬ জন মন্ত্রী উপস্থিত থেকে এই সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর আগে গত ১০ মার্চ এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো কমিউনিকেশনস ‘রিয়েল ভিইউ’ নামে সেবাটি চলতি এপ্রিলে চালু করার ঘোষণা দিলেও তার আগেই জাদু ডিজিটাল আজ সবার আগে এটি চালু করার ঘোষণা দিতে যাচ্ছে।
আরো দেখুনঃ দেশে ৩০০ টাকায় পাওয়া যাবে ডিটিএইচ সেবা
এর আগে জাদু ডিজিটাল জানিয়েছিল, ডিজিটাল কেবল সার্ভিসের বিপ্লবে নতুন সদস্য যোগ হচ্ছে জাদু ডিজিটাল। হাই ডেফিনিশন, প্রিমিয়াম টিভি সার্ভিস এবং ইন্টারনেটভিত্তিক সেবা নিয়ে সারা দেশে আসছে এই জাদুর বাক্স। প্রতিষ্ঠানটি মার্চ মাস থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু এবং এপ্রিলে (২৩ এপ্রিল) নিজস্ব সেট টপ বক্সের মাধ্যমে সব গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করবে।
জাদু ডিজিটাল ২০০৭ সালে প্রতিষ্ঠিত ডিজি জাদু ব্রডব্রান্ড লিমিটেডের কনজ্যুমার ব্রান্ড। ডিজি জাদু ব্রডব্রান্ড মোহাম্মদী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যার চেয়ারমান আনিসুল হক। ডিজি জাদু ব্রডব্রান্ড গত বছরগুলোতে বাংলাদেশের অন্যতম বৃহৎ কেবল টিভি ডিস্ট্রিবিউশন হাউজ হিসেবে স্টার টিভি নেটওয়ার্ক, বিবিসি, টেন স্পোর্টস, নিও স্পোর্টস, এবিপি, টাইমসসহ ২০টিরও বেশি এক্সক্লুসিভ চ্যানেলের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে আসছে।
ভবিষ্যতে সর্বোচ্চ কাভারেজ ও টু-ওয়ে অ্যাড্রেসেবল সিস্টেম সুবিধা পেতে জাদু ডিজিটাল সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্তম টিভি সফটওয়্যার কোম্পানি টিভো’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
0 comments:
Post a Comment