বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার ওয়েবসাইট দেখার নতুন
সফটওয়্যারের (ব্রাউজার) নাম ঘোষণা করেছে। ‘প্রজেক্ট স্পার্টান’ সাংকেতিক
নামের এ ব্রাউজারের নাম হচ্ছে ‘মাইক্রোসফট এজ’। মাইক্রোসফটের দীর্ঘদিনের
ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গায় আসছে এই এজ।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রেই পাওয়া যাবে এটি। মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জোয়ি বেলফিরো। তিনি ব্যাখ্যা দেন কেন উইন্ডোজ ১০ চালিত যন্ত্রে ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসফট এজ ব্যবহার করা হচ্ছে।
মাইক্রোসফটের ডিজিটাল সহকারী কর্টানাকে আরও সহজে ব্যবহার করার সুযোগ থাকছে এ ব্রাউজারে। জোয়ি বলেন, ‘নামটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ, নতুন এ ব্রাউজারটি ওয়েব ব্যবহারের নতুন এক অধ্যায় দেখাতে সক্ষম। তাই নামটিতে এজ শব্দটি রাখা হয়েছে।’
ব্রাউজারটি গুগলের ক্রোম এবং ফায়ারফক্সের বিভিন্ন এক্সটেনশন সমর্থন করবে বলেও সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ডেভেলপারদের জন্য থাকছে প্লাগ-ইন তৈরির সুযোগ। নতুন ব্রাউজারের পাশাপাশি মাইক্রোসফট নতুন উইন্ডো স্টোরও চালুর ঘোষণা দিয়েছে।
আরও জানতে ভিডিওটি দেখুনঃ
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রেই পাওয়া যাবে এটি। মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জোয়ি বেলফিরো। তিনি ব্যাখ্যা দেন কেন উইন্ডোজ ১০ চালিত যন্ত্রে ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসফট এজ ব্যবহার করা হচ্ছে।
মাইক্রোসফটের ডিজিটাল সহকারী কর্টানাকে আরও সহজে ব্যবহার করার সুযোগ থাকছে এ ব্রাউজারে। জোয়ি বলেন, ‘নামটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ, নতুন এ ব্রাউজারটি ওয়েব ব্যবহারের নতুন এক অধ্যায় দেখাতে সক্ষম। তাই নামটিতে এজ শব্দটি রাখা হয়েছে।’
ব্রাউজারটি গুগলের ক্রোম এবং ফায়ারফক্সের বিভিন্ন এক্সটেনশন সমর্থন করবে বলেও সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ডেভেলপারদের জন্য থাকছে প্লাগ-ইন তৈরির সুযোগ। নতুন ব্রাউজারের পাশাপাশি মাইক্রোসফট নতুন উইন্ডো স্টোরও চালুর ঘোষণা দিয়েছে।
আরও জানতে ভিডিওটি দেখুনঃ
0 comments:
Post a Comment