Wednesday, March 23, 2016

ফ্রী YOURNAME.TK ডোমেইন দিয়ে এখনি তৈরি করুন আপনার WORDPRESS ওয়েবসাইট

11:54:00 AM

প্রথমেই বলে নেই একটা ওয়েবসাইট বানাতে আমাদের কি কি লাগবেঃ

১। ডোমেইন।
২। হোস্টিং।[ভয় পায়েন না এটাও আমি ফ্রী নেয়া শিখাব]
৩। স্ক্রিপ্ট। [ভাবতেই পারেন এইটা আবার কি?? WORDPRESS ভাই!!]


ডোমেইন ঃ

১। প্রথমে click HERE এ যান।
২। টেক্সট বক্স এ আপনার সাইট এর নাম লিখে "Check Availability" তে ক্লিক করুন।
৩। একটা নতুন পেজ আসবে। যদি আপনার নামে কোন সাইট না থাকে তাহলে দেখবেন কিছু ফ্রী TLDs আসবে। আপনি .tk এর "Get it Now!" ক্লিক করুন।
৪। তারপর "Checkout" এ ক্লিক করুন।
৫। এখন "use DNS" & "12 Month @ FREE" সেট করে "Continue" ক্লিক করুন।
৬। এই পেজ এ আপনাকে অদের সাইট এ সাইন আপ করতে বলবে, আমি তারাতারি করার জন্য "social sign in" use  করেছি।
৭। এখানে ছবির ১, ২ করুন।
৮। তারপর উপরের মেনু থেকে Domains> My Domains এ ক্লিক করুন এবং ছবির মত ফলো করুনঃ
এখন আপনার ব্রাউজার থেকে New tab নিন। কিন্তু ভুলেও এই tab টা কাটবেন না।

হোস্টিং ঃ

১। ছবির মত ফলো করুনঃ Link
২। আপনার E-mail account check করুন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন। তারপর নিচের মত Log in করুনঃ
৩। ছবির মত ফলো করুনঃ
৪। এখন আপনি Nameserver পেয়ে গেলেন। এই Nameserver দুইটা এখন ডোমেইন tab এ দিতে হবে।
৫। নিচের ছবির মত বসিয়ে change Nameserver এ ক্লিক করুন।
বেশ। আপনি পরিপূর্ণ ভাবে ডোমেইন বানাতে পেরেছেন। কিন্তু এখন আপনাকে আপনার ডোমেইন এর সাথে হোস্টিং জোড়া দিতে হবে। তার জন্য নিচের ছবির মত ফলো করুনঃ
এই পেজ এ আপনার ডোমেইন এর নাম দিয়ে "OK" দিলে যদি "congratulations" আসে তাহলে বুজবেন জোড়া হয়ে গিয়েছে।
এখন আপনি আপনার ব্রাউজার এর new tab এ আপনার বানানো সাইটটির এড্রেস লিখে এন্টার দিন যদি কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে নিচের মত একটা পেজ আসবেঃ

স্ক্রিপ্ট ইন্সটল[WORDPRESS]

এখন এই লিঙ্ক এ ক্লিক করে Filezilla client software টা ডাউনলোড করে নিন।
১। হোস্টিং সাইট এর Files>FTP Details ক্লিক করুন এবং নিচের ছবির মত ফলো করুনঃ
[Note: পাসওয়ার্ড অ্যাকাউন্ট খুলার সময় যেটা দিছেন সেটাই]
২। এখন Filezilla install করে ওপেন করুন তারপর নিচের মত সেটিং করুনঃ
৩। সব কিছু ঠিকঠাক হলে ডান সাইডে নিচের মত ফাইল আসবেঃ
৪। public_html ফোল্ডার এ দুকে নিচের মত দুটা ফাইল ডিলিট করুনঃ [Most Important]
৫। তারপর এখান থেকে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট ডাউনলোড করে নিন।
৬। তারপর ফাইল টা unzip করে filezilla software এ সেই path  এ যান নিচের ছবির মত অল সিলেক্ট[ctrl+A] করে upload করুন।  [মনে রাখবেন, upload করার সময় ডান ্সাইডে যেন নিচের ছবির মতই থাকে] 
৭। upload শেষ হলে নোটিফিকেশান আসবে। তারপর আপনার বানানো সাইটে আবার ঢুকুন। সব কিছু ঠিকঠাক হলে নিচের মত পেজ আসবেঃ
৮। এখন আবার new tab এ হোস্টিং সাইট এ যান এবং নিচের মত ফলো করুনঃ
name, password আপনার ইচ্ছে মত দিতে পারেন শুধু কষ্ট করে কিচ্ছুক্ষন মনে রাখতে হবে।
[Note: MySQL database করার পর আপনি ১-২ ঘন্টা বিশ্রাম করুম (IMPORTANT)]
৯। বিশ্রাম শেষ হলে পুনরায় আপনার বানানো সাইট এ যান নিচের মত সেটিং করুনঃ
যা যা মনে রাখছিলেন এখানে লিখুন দেখি মনে আছে কি না? 😛
অপরের সব কিছু যদি ঠিকঠাক করতে পারেন তাহলে এখন আপনার বানানো সাইট একবার ডুকে দেখেন নিচের মত হইছে কি না?
বেশ।। আমার কাজ শেষ এখন আপনি নিজের মত করে আপনার নিজের ওয়েবসাইট বানান আর নিচে কমেন্টে লিঙ্ক দিন। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top