Monday, June 1, 2015

একই ব্রাউজারে চালান একাধিক আইডি (কোন এক্সটেনশন/এডঅন লাগবে না)

1:26:00 AM

এখন আপনি কোনপ্রকার এডঅন/এক্সটেনশন/সফটওয়্যার ব্যাবহার ছাড়াই একই ব্রাউজারে বিভিন্ন আইডিতে লগইন করতে পারবেন খুব সহজেই। :)
Menu.

Mozila Firefox:

যে কোন একটি লিঙ্কে ক্লিক করে: "Open Link in New Private Link" এ ক্লিক করে যতগুলো উইন্ডো খুলবেন ততগুলো আইডিতেই লগইন করতে পারবেন। কোন ব্রাউজিং হিস্টোরিও থাকবে না।

Google Chrome

যে কোন একটি লিঙ্কে ক্লিক করে: "Open Link in Incognito Window" এ ক্লিক করে যতগুলো উইন্ডো খুলবেন ততগুলো আইডিতেই লগইন করতে পারবেন। কোন ব্রাউজিং হিস্টোরিও থাকবে না।

UC Browser [Computer Version]

যে কোন একটি লিঙ্কে ক্লিক করে: "Open Link in Incognito Window" এ ক্লিক করে যতগুলো উইন্ডো খুলবেন ততগুলো আইডিতেই লগইন করতে পারবেন। কোন ব্রাউজিং হিস্টোরিও থাকবে না।
Download UC Browser Version 5.0

Opera Mini Native (For Mobile) [Only in 8.0 Version].

যে কোন একটি লিঙ্কে ট্যাপ করে: "Open in Private Tave" এ ক্লিক করে যতগুলো ট্যাব খুলবেন ততগুলো আইডিতেই লগইন করতে পারবেন। কোন ব্রাউজিং হিস্টোরিও থাকবে না।
এভাবে আপনি প্রাইভেট উইন্ডো খুলে একাধিক আইডিতে একসাথে লগইন করতে পারবেন।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top