Monday, June 1, 2015

আর আসবে না নতুন উইন্ডোজ

1:02:00 AM

উইন্ডোজ ১০-এর পরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের (ওএস) আর কোনো নতুন সংস্করণ আনবে না মাইক্রোসফট, অর্থাৎ উইন্ডোজ ১০-ই হতে যাচ্ছে মাইক্রোসফটের সর্বশেষ ওএস। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের উন্নয়ন বিভাগের নির্বাহী জেরি নিক্সন সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত এক সম্মেলনে উইন্ডোজ ১০-কে মাইক্রোসফটের সর্বশেষ ডেস্কটপ সফটওয়্যার হিসেবে বর্ণনা করেন। মাইক্রোসফটও নিক্সনের বক্তব্যকে সমর্থন করেছে। ভবিষ্যতে নতুন অপারেটিং সিস্টেম আনার পরিবর্তে উইন্ডোজ ১০-এর নিয়মিত হালনাগাদ আনবে মাইক্রোসফট।
নিক্সন বলেন, ‘উইন্ডোজকে একটি সেবা হিসেবে সরবরাহ করা হবে যাতে নতুন উদ্ভাবন ও হালনাগাদ নিয়মিত দেওয়া হবে। এতে উইন্ডোজের ভবিষ্যৎ আর দীর্ঘায়িত হবে।’
উইন্ডোজ ১১ আসবে না
উইন্ডোজ ১০-এর পরে কী উইন্ডোজ ১১ বাজারে ছাড়বে মাইক্রোসফট? এই প্রশ্নটি অনেকের মাথায় আসতে পারে। কিন্তু উইন্ডোজ ১০-এর পরে নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে এখন আর ভাবছে না প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষক স্টিভ ক্লেনহ্যানস বলেছেন, উইন্ডোজ ১১ বলে কোনো কিছু বাজারে আনবে না মাইক্রোসফট। মাইক্রোসফটের বিষয়গুলো নজরদারি করেন স্টিভ ক্লেনহ্যানস। তিনি বলেন, এর আগে মাইক্রোসফট ‘উইন্ডোজ ৯’ নামটি বাদ দিয়ে উইন্ডোজ ৮ এর পর সরাসরি উইন্ডোজ ১০ বেছে নিয়েছে। এভাবে কাজ করায় মাইক্রোসফট ও ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। প্রতি তিন বছর পর নতুন ওএস নিয়ে কাজ করতে হয় মাইক্রোসফটকে। নতুন পরিকল্পনায় মাইক্রোসফটকে আর এসব বিষয় নিয়ে ভাবতে হবে না।
এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ ওএস উন্মুক্ত করবে মাইক্রোসফট। এই সংস্করণটি উইন্ডোজের হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীদের বিনা মূল্যে আপগ্রেড করার সুযোগ দিতে পারে প্রতিষ্ঠানটি।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top