Tuesday, June 2, 2015

ফেসবুক ম্যাসেঞ্জারে বিনামূল্যে ভিডিও কলিং সুবিধা

1:45:00 AM

ফেসবুক ম্যাসেঞ্জারে বিনামূল্যে ভিডিও কলিং সুবিধা গত সোমবার ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপকে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে উন্নত করা হয়েছে। আর এখন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে ১৮টি দেশে বিনামূল্যে কথা বলা যাবে। আমেরিকা এই আঠারোটি দেশের মধ্যে অন্যতম। আর এই সুবিধা প্রদানের মধ্য দিয়ে ফেসবুক জনপ্রিয় ভিডিও কলিং মার্কেটে স্কাইপের মতো প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফেসবুক ম্যাসেঞ্জারের সাহায্যে কথা বলার সময়ে স্ক্রিনের উপরের ডান দিকের কোনায় অবস্থিত ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও কলিং অ্যাপ চালু করতে হবে। ব্যবহারকারী দুজনের মধ্যে একজন আইওএস এবং অন্যজন অ্যান্ড্রয়েড ব্যাবহার করলেও ভিডিও চ্যাট চালাতে অসুবিধা হবে না।

বর্তমানে আমেরিকা, বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রীস, আয়ারল্যান্ড, লাওস, লিথুনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, ইউকে এবং উরুগুয়ে- এই দেশ গুলিতে ভিডিও কলিং এর সেবা পাওয়া যাবে। পরে ধীরে ধীরে অন্যান্য দেশকেও এই সুবিধার আওতায় আনা হবে।

“ভিডিও কল শুরু করতে আপনি একটি চাপ দিয়ে খুব দ্রুত কাজটি সারতে পারেন। আপনি যদি কাউকে ম্যাসেজ পাঠাতে থাকেন আর তখন আপনার মনে হয় যে, লেখা কথাগুলি বোঝানোর জন্যে যথেষ্ট নয়, তাহলে আপনি ডানদিকের কোনার ভিডিও আইকনটি ব্যবহার করা শুরু করতে পারেন যার মাধ্যমে এর ম্যাসেঞ্জার থেকে একটি ভিডিও কল শুরু হয়ে যাবে। ” - ফেসবুক

ফেসবুক বলেছে যে, তাদের মাসিক ম্যাসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন এবং ফেসবুক তাদের এ সেবার পরিসর ক্রমেই বাড়িয়ে যাবে। আর এ মূহুর্তে সুবিধাটা ব্যবহার করতে আপনাকে একটি ওয়াই-ফাই অথবা মোবাইল ডাটা কানেকশন নিয়ে নিতে হবে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top