Thursday, August 13, 2015

ডেক্সটপ/ল্যাপটপে কিভাবে ওয়াটসঅ্যাপ ব্যবহার করবেন ?

10:56:00 PM

আজ আপনাদের দেখাবো কিভাবে ওয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় ডেক্সটপ/ল্যাপটপে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ভাইবার পিসির জন্য আলাদা সংস্করণ বের করলেও এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ সে রকম কোনো উদ্যোগ নেয়নি। সে কারণে স্মাটফোন জগতের তুমুল জনপ্রিয় এই অ্যাপসটির ব্যবহার থেকে বঞ্চিত ডেক্সটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা।


তবে একটু কৌশল খাটালেই ডেক্সটপ ও ল্যাপটপে ব্যবহার করা যাবে হোয়াটঅ্যাপ। এ জন্য BlueStacks নামের একটি সফটওয়্যারই যথেষ্ট। এজন্য প্রথমে BlueStacks নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইন্সটল করা শেষ হলে মেনুর সার্চ অপসনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিতে হবে। এ সময় BlueStacks আপনাকে গুগল অ্যাকাউন্টের লগইন করতে বলবে। লগইন করার পরপরই আপনি পিসির জন্য হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। একই কায়দায় আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড চ্যাটিং অ্যাপসও ব্যবহার করতে পারবেন।
                  

                                                           BlueStacks ডাউনলোড লিঙ্ক
 http://www.indishare.com/comcfer3zmoh

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top