Tuesday, May 24, 2016

অ্যান্ড্রয়েড ফোন না থাকা সত্ত্বেও পুরোপুরি অ্যান্ড্রোয়েডের মজা নিতে পারবেন আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে

12:04:00 PM

পুরোপুরিভাবে অ্যান্ড্রয়েড চালানোর মজা পেতে চান ? তাও আবার ডেস্কটপ কিংবা ল্যাপটপে ? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম "অ্যান্ড্রয়েড" এখন দিব্যি পোর্টেবল ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে চলবে আপনার পিসিতে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ করে গড়া ৩২ বিটের এই অপারেটিং সিস্টেমটির নাম দেওয়া হয়েছে রিমিক্স ওএস। পোর্টেবল এই অপারেটিং সিস্টেমটির নির্মাতা জাইড। অ্যান্ড্রয়েড ললিপপকে (ভার্সন- ৫.০) ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমটি চাইলেই পেনড্রাইভে ইন্সটল করে পকেটে নিয়ে যে কোন ডেক্সটপ/ল্যাপটপ কম্পিউটার এ কাজ করতে পারবে নিমিষেই।

আরো দেখুনঃ ক্যাপস লক বিড়ম্বনার সমাধান ।

রিমিক্স ওএস এর দ্বারা অ্যান্ড্রোয়েডের মজা নিন আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে
রিমিক্স ওএস
রিমিক্স ওএস চালাতে গেলে একটি সম্পূর্ণ পিসির যে মানের হার্ডওয়্যারগুলো অবশ্যই থাকতে হবে

  • ইউএসবি ৩.০ সংযুক্ত পিসি
  • ৬৪ বিট প্রসেসসর
  • এফএটি ৩২ বিট (FAT32) ফাইল সিস্টেমের ইউএসবি ৩.০ যাতে অবশ্যই প্রতি সেকেন্ডে নুন্যতম ২০ মেগাবাইট ডেটা রাইট করা যায় এবং সর্বনিন্ম ধারণক্ষমতা  ৮ গিগাবাইট।


রিমিক্স ওএস এর বর্তমান কোন সংস্করণে গুগল প্লে স্টোর প্রি-লোড করা থাকছেনা। জেডের ওয়েবপেজের তথ্যমতে গুগলের অনুমতি পেলে সাথে সাথেই তাদের পরবর্তী সংস্করণগুলোতে গুগল প্লে স্টোর প্রি-লোড করে বাজারে ছাড়বে। অপারেটিং সিস্টেমটি বর্তমানে সম্পূর্ণ বিনামুল্যে পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top