Thursday, August 13, 2015

১ জিবি ফাইল কে ১০ এমবি করে নিন

10:55:00 PM

আমরা অনেকসময় অনেক বড় বড় ফাইল সেন্ড করতে চাই ফ্রেন্ডদের মোবাইলে। কিন্তু ১জিবি/২জিবি ফাইল সেন্ড করা বেশ কষ্টসাধ্য। এজন্য আজকে আপনাদেরকে দেখাব কিভাবে অনেক বড় ফাইলকে কম্প্রেস করে কিভাবে ছোট করে নিবেন।

→ প্রথমেই এখানে ক্লিক করে এই ছোট এপলিকেশানটি ডাউনলোড করে নিন

→ ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে নিন ।

→ মনে করি ইন্সটল করা হয়ে গেছে ডেক্সটপ এর আইকন কে ডাবল ক্লিক করে ওপেন করুন

→ যে ফাইলটি কম্প্রেস করতে চান সেই ফাইলের লোকেশান সিলেক্ট করে দিন।

→ এবার "Compress files” ক্লিক করে “Next” ক্লিক করুন

→ এখন KGB তে ক্লিক করে ADD DIRECTORY ক্লিক করুন

→ দেখুন কাজ চলছে ,তাই একটু ওয়েট করুন , কিছুক্ষণ পড় দেখবেন কম্প্রেসিং শেষ হয়ে যাবে

ধন্যবাদ ।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top