Saturday, December 12, 2015

স্নাপড্রাগন ৮২০ চিপসেটে চলবে এইচপি ফ্যালকন

3:34:00 AM

জিএফএক্সবেঞ্চ ডাটাবেজের সাম্প্রতিক অনুসন্ধানে প্রকাশ পেয়েছে এইচপি একটি মোবাইল ফ্যাবলেট তৈরির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এই ফ্যাবলেটটি একটি উইন্ডোজ ১০ মোবাইল ফ্যাবলেট যা চলবে স্নাপড্রাগন ৮২০ চিপসেটের সাহায্যে।

এবারই প্রথম আমরা শুনতে পেলাম যে, এইচপি একটি উইন্ডোজ মোবাইল ফোন তৈরি করছে। সে কারণে এমন তথ্যে অনেকেই একটু নড়ে চড়ে বসেছেন।

স্নাপড্রাগন ৮২০ চিপসেটে চলবে এইচপি ফ্যালকন

রহস্যময় ডিভাইসটির নাম নাকি দেয়া হয়েছে এইচপি ফ্যালকন। জিএফএক্সবেঞ্চ ডাটাবেজে ফ্যাবলেটটির বৈশিষ্ট্যসমূহও তুলে ধরা হয়েছে যেখান থেকে জানা যাচ্ছে এটি একটি মাইক্রোসফট উইন্ডোজ ১০ মোবাইল পরিচালিত প্রিমিয়াম ফ্যাবলেট। এতে আছে ১৪৪০/২৫৬০পিক্সেল রেজ্যুলুশনসমৃদ্ধ ৫.৮ ইঞ্চি ডিসপ্লে, একটি কোয়ালকম স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা । ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয় এর প্রধান ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের এবং সামনেরটি ১২ মেগাপিক্সেল।

বর্তমানে এইচপি যদিও উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট তৈরি করছে, তবে কোম্পানিটি এখন উইন্ডোজ ফোন/মোবাইল ডিভাইস তৈরি করতে যাচ্ছে। বিগত ২০১৪ সালে এইচপি বেশ কয়েকটি অ্যানড্রয়েড ফ্যাবলেট তৈরি করেছিল। অবশ্য তাদের সেই উদ্যোগ সাফল্যের মূখ দেখতে ব্যর্থ হয়েছে। ফলাফলস্বরূপ এইচপি স্মার্টফোনের বাজারে তেমন সুবিধা করে উঠতে পারেনি।

গত মাসে এইচপি ভেঙে দু’টি আলাদা কোম্পানি হয়েছে। এদের মধ্যে এইচপি এন্টারপ্রাইজ সফটওয়্যার ও ব্যবসায়িক সেবা প্রদান করছে। অন্যদিকে এইচপি ইনকর্পোরেটেড পারসোনাল কম্পিউটার ও প্রিন্টার সংক্রান্ত ব্যবসায়ে নিজেদের নিয়োজিত রেখেছে। সার্বিক অবস্থা বিবেচনায় এইচপি’র পক্ষে স্মার্টফোনের বাজারে পুনরায় আসার উদ্যোগ গ্রহনের খবরটি তাই ততোটা নির্ভরযোগ্য নয়। তবে অনেক বিশ্লেষকের মতে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ মোবাইলের মধ্যে যে কনটিনাম ফিচার যোগ করেছে তা আপাত দৃষ্টিতে এইচপি ফ্যালকনকে স্মার্টফোনের গ্রাহকদের নিজের দিকে আকৃষ্ট করতে জোরালো ভূমিকা রাখবে। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top