সার্চ জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরবর্তি আপডেট 'আন্ড্রয়েড এন' এখনও গুগল হেডকোয়ার্টারে। অ্যান্ড্রয়েড ডেভলপার ব্লগের এক স্ক্রিনশটে আসন্ন এই অপারেটিং সিস্টেমের প্রাথমিক দর্শন পাওয়া গেলো।
স্ক্রিনশটে দেখা যায়, উপরে সেটিং মেনুর বাম পাশে রয়েছে একটি হ্যামবার্গার বাটন। বলা বাহুল্য এটি মার্শম্যালো'র কোন অংশ নয়। তাই বলা যায় এটিই অ্যানড্রয়েড এন। আর বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের এই নতুন আপডেট সর্বপ্রথম নেক্সাস ৫ ফোন পেতে পারে। আর ফাঁস হওয়া স্ক্রিনশটটিও নেক্সাস থেকে নেয়া। আশা করা হচ্ছে আগামী ১৮ মে গুগলের আই/ও ২০১৬ তে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এই নতুন আপডেট।



0 comments:
Post a Comment