অবশেষে এইচটিসি পরবর্তী স্মার্টফোন অর্থাৎ এইচটিসি ১০-এর ছবি ফাঁস হয়েছে অনলাইনে। সংবাদমাধ্যম ভেঞ্চারবিটের প্রতিবেদক ইভান ব্লাস এইচটিসি সম্ভব্য স্মার্টফোনের ছবি অনলাইনে ফাঁস করেছেন।
বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সমাপনী দিনে আসন্ন নতুন স্মার্টফোনের একটি অস্পষ্ট পোস্টার প্রকাশ করেছিল এইচটিসি। এবার অবশেষে এইচটিসি পরবর্তী স্মার্টফোন অর্থাৎ এইচটিসি ১০-এর ছবি ফাঁস হয়েছে অনলাইনে। সংবাদমাধ্যম ভেঞ্চারবিটের প্রতিবেদক ইভান ব্লাস এইচটিসি সম্ভব্য স্মার্টফোনের ছবি অনলাইনে ফাঁস করেছেন। ছবিতে ডিভাইসটি সাদা রঙের দেখাচ্ছে। তবে এগুলো নিছকই কম্পিউটারের কারসাজিও হতে পারে।
ব্লাসের মতে, এইচটিসি ১০ নামের নতুন এই ফোনটি এইচটিসি’র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এইচটিসি ওয়ান এম৭, এম৮, এম৯-এর পরেই আসতে চলেছে এই ওয়ান এম১০ এমনটাই দাবী ব্লাসের। তার মতে, স্মার্টফোনটি এ বছরের এপ্রিলের মাঝামাঝিতেই বাজারে আসবে।
সূত্র: এনগ্যাজেট
0 comments:
Post a Comment