স্যামসাং গ্যালাক্সি এস৭’র সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হলো এর পানি প্রতিরোধী ক্ষমতা। তবে ফোনটি পানিতে ডোবানোর পর যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ চার্জ দিতে পারবেন না আপনি।
স্যামসাং গ্যালাক্সি এস৭’র সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হলো এর পানি প্রতিরোধী ক্ষমতা। তবে ফোনটি পানিতে ডোবানোর পর যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ চার্জ দিতে পারবেন না আপনি। সম্প্রতি সংবাদমাধ্যম ৯টু৫ ম্যাক এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড ডেভেলপার’স ফোরাম পোস্টের তথ্য উদ্ধৃতি করে এ তথ্য জানিয়েছে।
পোস্টে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা জানায়, পানি থেকে গ্যালাক্সী এস৭ তোলার কয়েক ঘন্টা পরেও শুষ্ক না হওয়ায় চার্জ হবে না এরমক একটি বার্তা দিচ্ছে ফোনটি। যতক্ষণ না পর্যন্ত ফোনটি শুষ্ক এবং সুরক্ষিত না থাকবে ততক্ষণ এটি চার্জ নিবে না।
পানি থেকে তোলার পর ফোনটির মাইক্রো ইউএসবি পোর্টে কয়েক ঘন্টা ধরে আর্দ্রতা্ থেকে যায়। পানি-সংক্রান্ত ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যই গ্যালাক্সী এস৭কে এভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আদ্র্রতা থাকা পর্যন্ত চার্জ নিতে না পারে।
তবে পূর্ববর্তী পানি নিরোধক ক্ষমতাসম্পন্ন স্যামসাং গ্যালাক্সী এস৫-এ ধরণের সমস্যা ছিল না। কারণ ফোনটির মাইক্রো ইউএসবি পোর্টে একটি কালো পাতলা পানি নিরোধক পর্দা ছিল যা পোর্টে পানি প্রবেশ করতে দিত না।
পানি নিরোধক প্রযুক্তি সম্বন্ধে স্যামসাং সংবাদমাধ্যম টেক ইনসাইডারকে জানায়, ফোনটি ভিতর থেকে পানির বিরুদ্ধে সবধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সী এস৭ এ কালো রঙের বেখাপ্পা পানি নিরোধক পর্দাটি রাখেনি স্যামসাং। আর তার কারণে ফোনটি পানিতে ডুবানোর পর পর্দা না থাকায় এর মাইক্রো ইউএসবি পোর্ট কয়েক ঘন্টা যাবত আদ্র্র থাকছে।
0 comments:
Post a Comment