Thursday, March 3, 2016

বাংলাদেশের বাজারে নতুন হ্যান্ডসেট ব্র্যান্ড লিফোন

10:13:00 AM

আন্তর্জাতিক মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান লিফোন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়েছে।


আন্তর্জাতিক মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান লিফোন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আইসিটি ফেয়ার ২০১৬ এ ড্যাফোডিল এর প্যাভিলিয়নে পণ্যটির বাজারজাত করণ উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান। 
দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি: আন্তর্জাতিক ব্র্যান্ড লিফোনের এক্সক্লুসিভ পরিবেশক নিযুক্ত হয়েছে। 
স্মাটফোন গ্রাহকদের জন্য বর্তমানে থ্রিজির দামে ফোরজি ব্যবহারের সুযোগ রয়েছে লিফোনটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপ ও লিফোন, বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আইসিটি ফেয়ার এ ড্যাফোডিল গ্রুপের সকল শিক্ষা ও সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা থেকে গ্রাহক ও শিক্ষার্থীরা সকল তথ্য ও সেবা নিতে পারবে। 
এ ব্যাপারে ড্যাফোডিল গ্রুপের রফিকুল ইসলাম রুবেল বলেন, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লিফোন বাংলাদেশে থ্রিজির দামে ফোরজি হ্যাডসেট দেবে। বর্তমানে আমরা ৬টি স্মার্টফোন এবং ২টি ফিচার ফোন নিয়ে যাত্রা শুরু করেছি। 

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top