গতবছর ক্যালিফোর্নিয়া ফ্লাশ মেমোরি সামিটে উপস্থাপনকৃত ১৬ টেরাবাইটের সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) বাজারজাত করা শুরু করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানায়, ২.৫ ইঞ্চি দৈর্ঘে্যর পাতলা ড্রাইভটি বিশ্বের সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন এসএসডি।
তবে ড্রাইভটি কিনতে কত টাকা খরচ হবে তা এখনও জানায়নি স্যামসাং। তবে এটিকে এন্টারপ্রাইজ পণ্য হিসেবে বাজারে ছাড়তে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীরা প্রত্যেকদিন ১৫.৩৬ টেরাবাইট ডাটা এটিতে রাইট করতে পারবে। তাছাড়া ডাটা প্রতিরক্ষার জন্য এসএসডিতে আলাদা টুলও যুক্ত করা হয়েছে। কখনো ব্লাকআউট হয়ে গেল ঐ টুলটির মাধ্যমে ডাটা রেস্টোর করা যাবে।
0 comments:
Post a Comment