Thursday, April 21, 2016

ফেসবুক তাদের মেসেঞ্জারে যোগ করেছে গ্রুপ ভয়েস কল

11:34:00 AM

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বুধবার মেসেঞ্জারে বিনামুল্যে গ্রুপ কল করার সুবিধার ঘোষণা দেয় । অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ফিচারটি ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

আরো দেখুনঃ ফেসবুক User Name (FB.Com/Username ) পরিবর্তন করুন যত খুশি তত বার

Facebook Adds Free Group Voice Calls to Its Messenger App এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে বিনামুল্যে গ্রুপ ভয়েস কল করা যাবে
Messenger Group Voice Calls
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বুধবার মেসেঞ্জারে বিনামুল্যে গ্রুপ কল করার সুবিধার ঘোষণা দেয় । অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ফিচারটি ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাওয়ার কথা বলা হয়েছে।সুবিধাটি উপভোগ করতে চাইলে চ্যাটবক্সের পাশের ফোন আইকনে চাপ দিতে হবে এবং কোন কোন বন্ধুর সঙ্গে কথা বলতে চান, তাদের সিলেক্ট করে ডায়াল বাটনে ক্লিক করতে হবে।
আর সবাই কল রিসিভ করার সাথে সাথে গ্রুপ কনভারসেশন শুরু করা যাবে। একটি গ্রুপ কলে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অংশ নিতে পারবে।ধারণা করা হচ্ছে, এই গ্রুপ কলের সুবিধা তৈরি হওয়ার পর গুগল হ্যাংআউট, মাইক্রোসফট স্কাইপে কিংবা স্ল্যাকের মতো প্ল্যাটফর্মগুলো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top