![]() |
Google Has Flagged itself as a Malware Risk |
বুধবার সার্চ জায়ান্ট গুগল তাদের ব্রাউজার ব্যবহারকারিদের এক সতর্কবার্তা পাঠিয়েছে। গুগলের সেফ ব্রাউজিং টুল যারা ব্যবহার করে থাকেন তারা এই সতর্কবার্তা পেয়েছেন।
আরো দেখুনঃ ওয়েব পেইজ সংকলন করতে গুগলে ক্রোমে ‘সেভ টু গুগল’ চালু
গুগল ডটকমের কিছু পেজ ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে সাইবার সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। আর তাই সেফ ব্রাউজিং টুল, গুগল ডটকমে বিপজ্জনক কোনো বিষয় বুঝতে পেরে গুগল ডটকমকেও বিপজ্জনক সাইট হিসেবে সতর্ক করে দেয়।
গুগলের সেফ ব্রাউজিং টুল অনিরাপদ ওয়েবসাইট খুঁজে বের করতে কোটি কোটি ইউআরএল স্ক্যান করে। বিপজ্জনক কনটেন্ট ঠিক করা হলে ২৪ ঘণ্টার মধ্যে সাইট আবার নিরাপদ দেখাবে।
I have been using Kaspersky security for a few years now, I'd recommend this anti virus to everyone.
ReplyDelete