Wednesday, April 20, 2016

প্রথমবারের মতো দেশে হ্যান্ডসেটের কারখানা খুলছে ওয়ালটন

12:51:00 AM

বাংলাদেশের প্রথমবারের মতো আগামী বছরেই মোবাইল হ্যান্ডসেটের কারখানা খুলতে যাচ্ছে ওয়ালটন। ইতিমধ্যে এ খাতে ১৫০ জন দেশি-বিদেশি প্রকৌশলী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। মোবাইল ফোন সেট তৈরির কাঁচামাল আমদানিতে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিমালার গ্রীন সিগন্যাল পেয়েই দেশে মোবাইল হ্যান্ডসেট তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী ওয়ালটন মোবাইল ডিস্ট্রিবিউটর কংগ্রেস-২০১৬তে ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি এই পরিকল্পনার কথা জানান।

প্রথমবারের মতো দেশে হ্যান্ডসেটের কারখানা খুলছে ওয়ালটন Bangladeshi Walton Conglomerate Company Opening Their Handset Factory in Bangladesh From 2017


মঞ্জুরুল আলম বলেন, মোবাইল সেট বিক্রিতে ইতিমধ্যে বছরে গড়ে ২০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে এগিয়ে নিতে ওয়ালটন দেশের ভেতরেই মিড ও হাই রেঞ্জের মোবাইল ফোন সেট ও ট্যাব তৈরির পরিকল্পনা নিয়েছে। এজন্য সবার আগে সরকারি নীতি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। তিনি বলেন, প্রযুক্তি পণ্য উৎপাদনে দেশ-বিদেশে ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।
--> এসএম শামসুল আলম বলেন, ফ্রিজ ও টেলিভিশনের মতো খুব শিগগিরই মোবাইলের পেছনে লেখা থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’। এজন্য ওয়ালটন গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে। ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন এখন কোনো পণ্য নয়, ওয়ালটন একটি ব্র্যান্ড; যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বময়। ‘চলো একসাথে ইতিহাস গড়ি’ স্লোগানে শুরু হওয়া দিনব্যাপী কংগ্রেসে সারা দেশ থেকে আসা ওয়ালটন মোবাইল ফোন বিভাগের ২৫টি জোনের ১৭০ জন ডিস্ট্রিবিউটর অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএস নূরুল আলম রেজভী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, এসএম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা; পলিসি, এইচআরএম এবং এডমিন বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ফরেইন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আবদুল কাদের প্রমুখ।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top