অনলাইনে কোন ছবি দেখলেই এই এক্সটেনশনটির মাধ্যমে সাথে সাথে তা গোপন স্থানে সেভ করে রাখতে পারবেন ইউজাররা। ক্রোম ব্রাউজারে ‘সেভ এ্যান্ড রিড ইট লেটার অ্যাপসের মতো ‘সেভ টু গুগল’ নামে একটি নতুন বিকল্প ক্রোম এক্সটেনশন চালু করেছে গুগল। ওএমজি ক্রোমের প্রতিবেদন অনুসারে, অনলাইনে কোন ছবি দেখলেই এই এক্সটেনশনটির মাধ্যমে সাথে সাথে তা গোপন স্থানে সেভ করে রাখতে পারবেন ইউজাররা।
আরো দেখুনঃ গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই ঢুকে পরুন Safe Zone-এ
এই ফিচারটি এতোটাই কর্মক্ষম করে তৈরি করা হয়েছে যে কোন ওয়েপেইজ সেন্ট্রাল লোকেশনে সেভ করে রাখতে পারবেন আপনি। তাছাড়া কোন কিছু পছন্দ হলে পরবর্তীতের দেখতে চাইলে সেটি এই এক্সটেনশনটির সাথে ট্যাগ করে রাখতে পারবেন আপনি। ফিচারটি ব্যবহার করতে ব্রাউজারের এক্সটেনশন অ্যাডের স্টার আইকনটিতে ক্নিক করুন, পরবর্তীতের গুগল.কম\সেভ হিসেবে দেখতে পাবেন আপনি।
এক্সটেনশন্টির লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/save-to-google/meoeeoaohbmgbocpdpnjklmfmjjagkkf
আরো দেখুনঃ গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই ঢুকে পরুন Safe Zone-এ
![]() |
Save To Google |
এক্সটেনশন্টির লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/save-to-google/meoeeoaohbmgbocpdpnjklmfmjjagkkf
0 comments:
Post a Comment