Wednesday, April 20, 2016

২.৪ ইঞ্চি ডিসপ্লেযুক্ত বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম অ্যান্ড্রয়েড ফোন

12:34:00 AM

ফোনটি আকারে ছোট হলেও বৈশিষ্ট্যাবলীর দিক থেকে অনেক শক্তিশালী। স্মার্টফোনটিতে ডুয়াল কোর প্রসেসরসহ ৫১২ মেগাবাইট র‌্যাম এবং ৪ জিবি স্টোরেজ আছে।

বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম অ্যান্ড্রয়েড ফোন হিসেবে আত্মপ্রকাশ করল ২.৪ ইঞ্চি ডিসপ্লেযুক্ত পোশ মোবাইল মাইক্রো এক্স এস২৪০। আনবক্স থেরাপি সম্প্রতি ইউটিউবে মাইক্রো এক্স এস২৪০ মডেলের ভিডিও পোস্ট করে। ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি নোট ৫’র সাথে তুলনা করে ফোনটি কতোটা ক্ষুদ্রতর তা দেখানো হয়।

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম অ্যান্ড্রয়েড ফোন
POSH Micro X S240

ফোনটি আকারে ছোট হলেও বৈশিষ্ট্যাবলীর দিক থেকে অনেক শক্তিশালী। স্মার্টফোনটিতে ডুয়াল কোর প্রসেসরসহ ৫১২ মেগাবাইট র‍্যাম এবং ৪ জিবি স্টোরেজ আছে। স্মার্টফোনটির পিছনে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ সামনে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পোশ মোবাইল মাইক্রো এক্স এস২৪০ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪ সংস্করণে চলে। বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির কিবোর্ডটিও ক্ষুদ্রাকৃতির। ফলে টাইপ করতে একটু অসুবিধা হতে পারে। ছোট্ট স্ক্রিনের স্মার্টফোন ব্যবহারে অনভিজ্ঞদের জন্য মোটেও ব্যবহার উপযোগী নয় ফোনটি।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top