Friday, June 5, 2015

গ্রামীণফোন সিমে নিয়ে নিন (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি। মাসব্যাপী অফার

5:08:00 AM

আসসালামু আলাইকুম, আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে সবাই ভাল থাকার কথা। আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে বলতে চাচ্ছি তা আপনারা আমার এই টিউন এর টাইটেল দেখেই বুঝতে পারছেন।
তাই অযতা কথা না বলে আসল কথায় আসি। একটু আগে আমার গ্রামীণফোন সিমে মেসেজ আসছে যে (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি নাকি নেয়া যাবে, তাও পুরো মাস জুড়ে মানে ৩০ জুন পর্যন্ত। তবে ব্যবহারের মেয়াদ থাকবে ১৫ দিন। তাই আমার মনে হল আপনাদের ও অফারটার ব্যাপারে জানাই তাই এখানে টিউন করা। গ্রামীণফোন সিমে আসা মেসেজটি হুবুহু আপনাদের সামনে দিলাম।
তবে একটি কথা আমি এখনও কিনি নি বা কিনার ট্রাই ও করিনি, কারন আমি অলরেডি একটি পেকেজ ব্যবহার করতেছি। আর এই অফার এর টা কিনার জন্য তো অনেক সময় আছে তাই এখন আমি কিনতেছি না।
আমার কাছে আসা মেসেজটি
ফাটাফাটি ইন্টারনেট অফার! ৩GB ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৯৯টাকায় ভ্যাটসহ (১৫দিন মেয়াদ)।অফারটি পেতে আগামি ৩০জুনের মাঝে ডায়াল করুন *৯৯৯*৩#
আপনারা যারা সবসময় অফার এর অপেক্ষায় থাকেন তাদের জন্য এটি অনেক বড় ধরনের অফার। আর বিশেষত যারা অফার এর অপেক্ষা করেন তাদের মধ্যে বেশিরভাগই গ্রামীনফোন এর অফার জানার জন্য অপেক্ষা করেন। তাই আর দেরি না করে (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি নিয়ে নিন।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top