Tuesday, June 2, 2015

আসছে পানিরোধী আইফোন

1:59:00 AM


আসছে পানিরোধী আইফোন

সম্প্রতি ইউপিটিও অ্যাপেল-এর একটি বিশেষ নকশার অনুমোদন দিয়েছে। দেখা গেছে ঐ নকশার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তা আর্দ্রতা ও পানি রোধী, এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন তা আর্দ্রতা ও পানির কারণে মোবাইল ফোনে কোনরূপ ক্ষতি করতে না পারে। আর এমন নকশার পেটেন্ট পাওয়ায় ধারণা করা হচ্ছে যে, খুব শীঘ্রই অ্যাপেল পানিরোধী আইফোন বাজারে নিয়ে আসছে।

নতুন ডিজাইনে ফোনটির ভেতরের বিভিন্ন অংশে এক মাইক্রন পর্যন্ত পাতলা একটি হাইড্রোফোবিক আবরণ দেয়া হয়েছে যেন তা পানির প্রবেশকে যথাযথ ভাবে বাধা দিতে পারে। ভেতরের বিশেষ অংশটি এমন একটি কক্ষে রাখা হয়েছে যা ফ্লুরোপলিমার গ্যাস দিয়ে পূর্ণ। এখানে ভোল্টেজ ব্যবহার করায় ঐ গ্যাসটি প্লাজমায় পরিণত হয় এবং ভেতরের অংশগুলোর সাথে শক্তভাবে লেগে থাকে।

অনুমোদিত নকশা পর্যন্ত আসতে পুরো প্রক্রিয়াটিকে বেশ কতোগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। যেমন জটিল যন্ত্রাংশকে ইএমআই সুরক্ষা দিতে গিয়ে তাতে পুরোপুরি আবরণ দেয়া কঠিন হয়ে পড়েছিল। অবশ্য অ্যাপেলের বিশেষজ্ঞ প্রকৌশলীরা সেই সমস্যার সমাধান করে ফেলেছেন। তারা সুরক্ষা আবরণে বেশ কতোগুলি ফাঁকা জায়গা রেখেছেন এবং তাতে প্লাজমা শক্তভাবে লেগে যাওয়ার প্রক্রিয়া ব্যবহার করেছেন। তারপর সেই ফাঁকা জায়গাগুলি ইএমআই আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন।

অবশ্য এখনো জানা যায় নি কখন অ্যাপেল তাদের কৌশলটি নিজেদের বানিজ্যিক পণ্যে ব্যবহার করবে। আর কি ধরণের পণ্যে তা ব্যবহার করবেন সে বিষয়েও নিশ্চিত হওয়া যায় নি। প্রথমে যে ডিভাইসটির কথা মনে করা হচ্ছে তা হলো আইফোন। এমন হলে আইপ্যাড এবং ম্যাকবুকে নয় কেন?

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top