আজকে আমি আপনাদের জন্য একটি টিউটরিয়াল বানিয়েছি যেটা দেখলে আপনারা বুজতে পারবেন কি ভাবে ভিডিও ক্লিপ এর ব্যাকগ্রান্ড চেঞ্জ করবেন । আমরা অনেকেই কাজ করি আবার নতুনরা ও কাজ শিখতে খুব আগ্রহ প্রকাশ করে থাকে । আমাদের প্রায় সবারই VFX নিয়ে আগ্রহ অনেক। হলিউড মুভিগুলো যখন দেখি আর অবাক হয়ে যাই কিভাবে এই কাজগুলো করা হয়। বাংলাদেশের মুভিতে কেনইবা এমন ইফেক্ট পাওয়া যায় না? অনেকগুলো কারণের মধ্যে একটি বিশেষ কারণ হলো Visual Effects কোন একটি সফটওয়্যার বা বিষয়ে আটকে নেই। অনেকগুলো সফটওয়্যার মিলে তৈরি হয়ে ভিজুয়্যাল ইফেক্টস এর চমৎকার সব কাজ।
Green Screen >>> আপনারা যদি কোনো ভিডিও রেকর্ড করে, সেই ভিডিওর ব্যাকগ্রান্ড মুছে দিতে চান তাহলে আপনাকে একটি সবুজ কাপড় যোগাড় করতে হবে ।
****আর একটা দিক খেয়াল রাখতে হবে সবুজ কাপড়টিতে যেনো ছায়া না পড়ে।
0 comments:
Post a Comment