Saturday, November 7, 2015

কিভাবে আপনি ফেসবুকে এবং টুইটারে আপনার ব্লগপোস্টগুলি অটোমেটিকেলি শেয়ার করবেন ?

5:16:00 AM

TwitterFeed Sign IN or SIGN UP
প্রথমে Twitterfeed এ গিয়ে  সাইন ইন/সাইন আপ করুন ।



কিভাবে আপনি ফেসবুকে এবং টুইটারে আপনার ব্লগপোস্টগুলি অটোমেটিকেলি শেয়ার করবেন ?
লগিন করার পর Create New Feed এ ক্লিক করুন ।



ফেসবুকে এবং টুইটারে আপনার ব্লগ পোস্টগুলি অটো পোস্ট করুন এবার Feed Name এবং Blog Url দিন। এরপর নিচে দেখুন Advanced Settings আছে । ওখানে ক্লিক করুন ।




ফেসবুকে এবং টুইটারে আপনার ব্লগ পোস্টগুলি অটো পোস্ট করুন
এবার এগুলো আপনার ইচ্ছে মত সেট করে নিন । অথবা আমার মত করেও সেট করতে পারেন ।



এরপর দেখুন Continue To Step 2 লেখা আছে । সেখানে ক্লিক করুন ।



এখন ফেসবুকে ক্লিক করুন ।



Connect With Facebook  এ ক্লিক করুন ।



এমনটা দেখতে পাবেন । "Don't Post a Page, Post To User Wall'' এ ক্লিক করুন ।




এখন আপনি যেই পেজে পোস্ট করতে চান । সেই পেজটি সিলেক্ট করে Create Service এ ক্লিক করুন ।



এবার Twitter এ ক্লিক করুন ।



এরপর Authenticate Twitter এ ক্লিক করুন ।



Authorize App এ ক্লিক করুন ।


এরপর Create Service এ ক্লিক করুন ।


" পোস্ট করার পরে স্বয়ংক্রিয়্ভাবে ভাগ করুন " এ ক্লিক করুন । কাজ শেষ ।
এখন আপনি যখনই ব্লগে কোন পোস্ট করবেন । সেটি কিছুক্ষনের মধ্যেই আপনার ফেসবুকে এবং টুইটারে শেয়ার করা হবে ।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top